সাভারে নারীর প্রতি অশালীনতা ও সহিংসতাকারী গ্রেপ্তার।
মোঃ শামীম আহমেদ, বিশেষ প্রতিনিধি:
সাভারে নারীদের প্রতি অশালীন অঙ্গভঙ্গির মাধ্যমে উত্যক্ত করার জন্য মোঃ খালিদ মাহমুদ @ হৃদয় খানকে গ্রেফতার করে সাভার থানা পুলিশ।
একটি ফেসবুক পেইজে খালিদ মাহমুদ হৃদয় খানকে দেখা যায় পাগলের বেশ ধারণ করে বিভিন্ন মেয়েদের হিজাব ছাড়া বের না হওয়ার জন্য তাদের প্রতি অশালীন মন্তব্য করছে। এটা সে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দিয়েছে এবং এতে করে সমাজের সব মেয়েদের হেয় করেছে। ভিডিওতে কম বয়সী মেয়েদের প্রতিও তাকে অশালীন মন্তব্য করতে শোনা যায়। তাদেরকে উদ্দেশ্য করে অনেক অশালীন, সাম্প্রদায়িক ও আপত্তিকর বক্তব্য প্রদান করা হয় যা সমাজে একসাথে শান্তিপূর্ণ ভাবে বসবাসরত হিন্দু-মুসলিম সম্প্রদায়ের মধ্যে বিরোধ সৃষ্টির অপচেষ্টা বলে প্রতীয়মান হয়। এসকল কারণে আজ সোমবার বিকাল আনুমানিক ৪.০০ ঘটিকার সময় সাভারের আমিনবাজার থেকে তাকে গ্রেফতার করা হয়েছে।
এদিকে সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল, রাজধানীর শ্যামলী স্কয়ার এলাকায় নারীর প্রতি সহিংসতাকারী মোঃ রাসেল হোসেন (৩০) কে গ্রেফতার করেছে ডিএমপি ডিবির সাইবার ক্রাইম ইউনিট।
আজ সোমবার (১০ মার্চ ২০২৫ খ্রি.) সন্ধ্যা ০৬:০০ ঘটিকায় মতিঝিল এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল ভিডিওতে দেখা যায়, রাসেল শ্যামলী স্কয়ার এলাকায় নারীদের প্রতি বিভিন্ন ধরণের কথা বলে, লাঠি দ্বারা আঘাত করে সহিংস আচরণ করে। পরবর্তীতে সেই ঘটনার ভিডিও ধারণ করে তা সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে প্রচার করে। গ্রেফতারকৃত রাসেলের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।