সাভারে দুই পক্ষের ঝগড়া থামাতে গিয়ে মারধরের শিকার পুলিশ।
বাপ্পি কুমার নাথ, ঢাকা জেলা প্রতিনিধি।
মঙ্গলবার ( ২ নভেম্বর ) সকালে আহত শিল্প পুলিশ বাদী হয়ে সাভার মডেল থানায় মামলা দায়ের করেছেন।
সাভার পঞ্চবটির বিরুলিয়া বাসস্ট্যান্ডে হানিফের চায়ের দোকানে এ ঘটনা ঘটে।
সাভারে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের ঝগড়া থামাতে গিয়ে শিল্প পুলিশের দুই সদস্যকে মারধরের শিকার হয়েছেন। এঘটনায় এক পুলিশ সদস্য গুরুতর আহত হয়ে রাজারবাগ পুলিশ লাইন্স হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। সাভার মডেল থানা পুলিশ অভিযান চালিয়ে ঘটনাস্থল থেকে অভিযুক্ত বালু শ্রমিক জুয়েল মিয়াকে গ্রেপ্তার করেছে।
গ্রেপ্তারকৃত আসামীরা হলো – জুয়েল মিয়া ( ২৬ ) পিরোজপুর জেলার নেছারাবাদ থানার জিলবাড়ি গ্রামের খালেক মিয়ার ছেলে। জুয়েলের ভাই রুবেল মিয়া ( ৩০ ) কালাম ( ২০ ) মোহাম্মদ আলী ( ৩৫ ) বাবুর্চি ইলিয়াস মিয়া ( ৩৫ ) কবির ( ২৫ ) সজল ( ২৪ ) তোতা ( ৩৫ ) ফয়সাল ( ৩০ ) লোকমান ( ৩৫ ) লাল্টু মিয়া( ৪৫ ) এরা বিরুলিয়া এলাকার লাল্টু মিয়ার ড্রেসারের শ্রমিক।
সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী মাইনুল ইসলাম জানান, খবর করে ঘটনাস্থল পরিদর্শন করি। রাতে অভিযান চালিয়ে মূল আসামী জুয়েল মিয়াকে গ্রেফতার করা হয়েছে। তাকে আজ আদালতে পাঠানো হয়েছে।