বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪, ১০:৪৩ পূর্বাহ্ন

সাভারে তসলিমা বেগমের পরিবার নিরাপত্তা হীনতায় ভুগছে মাহমুদুল হাসান মান্নার বিরুদ্ধে অভিযোগ উঠেছে।

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : বুধবার, ১৭ মে, ২০২৩
  • ১০৬ বার পঠিত

সাভারে তসলিমা বেগমের পরিবার নিরাপত্তা হীনতায় ভুগছে মাহমুদুল হাসান মান্নার বিরুদ্ধে অভিযোগ উঠেছে।

সোহেল রানা হাওলাদার চিফ রিপোর্টারঃ
সাভার পৌরসভা ব্যাংক কলোনি এলাকায় মাহামিদুল হাসান মান্নার ছত্র ছায়ায় কিশোর গ্যাং বেপরোয়ায়ার অভিযোগ উঠেছে, ব্যাংক কলোনি এলাকায় একটি পরিবার জীবনের নিরাপত্তাহীনতায় ভুগছে, গত ১১/০৫/২০২৩ ইংরেজি তারিখে আনুমানিক বিকাল ৫.৩০ মিনিটের সময় সাভার ব্যাংক কলোনি পালপাড়া সংলগ্ন বালুর মাঠে তারেক হোসেন শাহেদ বন্ধুদের সাথে মাঠে খেলতে গেলে পূর্ব পরিকল্পিতভাবে মাহমিদুল হাসান মান্নার ছাত্র ছায়ায় থাকা সাভার ব্যাংক কলোনির ১। সাগর (১৪) ।সম্রাট (১৫) ৩।রবিন (১৫) ৪।তারিফ (১৪) ৫। বিপুল (১৪) সহ ২০/২৫ জন মাঠে প্রবেশ করে তারেক হোসেন শাহেদ কে এলোপাথারী ভাবে মারপিট করে ও আসামি সাগরের হাতে থাকা সুইজ গিয়ার চাকু দিয়ে সাগর তারেক হোসেন শাহেদ কে ডান হাতের কনুই রক্তাক্ত জখম করে,এক পর্যায়ে আশপাশের লোকজন দৌড়ে এসে শাহেদ কে সাভার স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়। এই ঘটনায় শাহেদ এর মা তাসলিমা বেগম বাদী হয়ে সাভার মডেল থানায় ৫ জন এর বিরুদ্ধে অভিযোগ করলে এসআই সুদীপ ১ নং আসামী সাগরকে গ্রেফতার করেন, শাহেদ রিপোর্টার বাংলা টিভিকে বলেন, সাগর ও তার বন্ধুগণ আমাদের এলাকায় মাদক সেবন করতে ছিল আমি প্রতিবাদ করায় আমাকে ভয় ভীতি ও প্রাণনাশের হুমকি দেয় তার জেরধরে মাহামিদুল হাসান মান্নার দোকানের কর্মচারী সাগর ও তার বন্ধুদের সাথে করে আমাকে রক্তাক্ত জখম করেছে, ভুক্তভোগী তাসলিমা বেগম রিপোর্টার বাংলা টিভি কে বলেন মাহামিদুল হাসান মান্নার দোকানের কর্মচারী সাগর,মাহামিদুল হাসান মান্না সাগরের অপরাধ ধামাচাপা দেওয়ার জন্য তাদের বিরুদ্ধে আমি অভিযোগ না করি মাহামিদুল হাসান মান্না আমাকে জীবননাশের ভয় ভীতি ও হুমকি দেয় আমি ভয়ে মাহামিদুল হাসান মান্নার বিরুদ্ধে থানায় অভিযোগ করি নাই, এস আই সুদীপ রিপোর্টার বাংলা টিভি কে বলেন ১ নং আসামি সাগরকে গ্রেফতার করে বিজ্ঞ আদালত বরাবর প্রেরণ করেছি, মাহামিদুল হাসান মান্না রিপোর্টার বাংলা টিভি কে বলেন,আমার দোকানের কর্মচারী ১ নং আসামি সাগর, অন্য আসামীদের আমি চিনিনা,আমার বিরুদ্ধে তসলিমা বেগম সাংবাদিকদের কাছে যে অভিযোগ করেছে মিথ্যা এবং ভিত্তিহীন আমার রাজনৈতিক প্রতিপক্ষ আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। জানা যায় মাহামিদুল হাসান মান্না সাভার পৌর স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক। বিস্তারিত দেখুন দ্বিতীয় পর্বে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

এ জাতীয় আরো খবর..