ডেক্স রিপোর্ট: সাভারের জাতীয় অন্ধ কল্যান সংস্থার বিতর্কিত মহাসচিব আইয়ুব আলী হাওলাদারসহ ১৮জনের ভাংচুর, লুটপাট ও মারধরের অভিযোগে অবশেষে মামলা দায়ের হয়েছে। সাভার অন্ধ কল্যান সংস্থা ব্যবসায়ীক সমিতির প্রধান উপদেষ্টা বাহাদুর ইসলাম ইমতিয়াজ বাদী হয়ে সাভার মডেল থানায় মামলাটি ৬৯(৩)২৩ দায়ের করেছেন।
ভুক্তভোগী ব্যবসায়ী মালিক সমিতির প্রধান উপদেষ্টা বাহাদুর ইসলাম ইমতিয়াজ মামলায় উল্লেখ করেন, দৃষ্টি প্রতিবন্ধী আইয়ুব আলী হাওলাদার, আব্দুর রহিম, আব্দুর রহমানসহ একদল উচ্ছৃঙ্খল দৃষ্টি প্রতিবন্ধী ও সন্ত্রাসী ২৩ মার্চ বিকেলে জাতীয় অন্ধ কল্যান সংস্থা মার্কেটের তৃতীয় তলায় ব্যবসায়ী সমিতির কার্যালয়ে হামাল চালিয়ে ব্যাপক ভাংচুর, লুটপাট ও মারধর করে। এসময় তারা নগদ ৫০ হাজার টাকা, ল্যাপটপ, টিভিসহ মূল্যবান মালামাল নিয়ে যায়। এসময় তারা বাহাদুর ইসলাম ইমতিয়াজাহ ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক পাভেল আহমেদের নামে উস্কানীমূলক বক্তব্য প্রদান করে সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করে। মামলায় ১৮জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামাদের আসামী করা হয়।
সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দীপক সাহা জানান, হামলা ও ভাংচুরের ঘটনায় একটি মামলা দায়ের হয়েছে। আসামীদের গ্রেফতারে অভিযান চলছে বলেও জানান তিনি।