সাভারে চলন্ত বাসে তল্লাশি চালিয়ে ধারালো বার্মিজ চাকু সহ ৩ তরুণ আটক
মোঃ শামীম আহমেদ, বিশেষ প্রতিনিধি:
সাভারে মৌমিতা পরিবহনের একটি চলন্ত বাসে তল্লাশি চালিয়ে সুইচগিয়ার চাকু সহ তিন ছিনতাইকারীকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৭ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের ব্যাংক টাউন এলাকা থেকে তাদেরকে আটক করা হয়।
আটককৃতরা হলেন- ঢাকা জেলার নবাবগঞ্জ থানার কৌলাইল এলাকার মনির হোসেনের ছেলে তানভীর হোসেন তানিম (১৮), সাভারের আনন্দপুর এলাকার জিল্লুর রহমানের ছেলে মামুন হাসান মুন্না (১৯) ও ময়মনসিংহ জেলার পাগলা থানার বাখনখালি গ্রামের মোখলেছুর রহমানের ছেলে সোহানুর রহমান (১৮)। এদের মধ্য তানভীর হোসেন তানিমের কাছ থেকে একটি সুইচগিয়ার চাকু উদ্ধার করা হয়। পুলিশ হেফাজতে তারা সাংবাদিকদের কাছে নিজেদের শিক্ষার্থী বলে দাবি করেন।
পুলিশ জানায়, ঢাকা-আরিচা মহাসড়কে ছিনতাই রোধে চলমান চেকপোস্টের অংশ হিসেবে সাভারের ব্যাংকটাউন এলাকায় তল্লাশি অভিযান পরিচালিত হয়। এ সময় মৌমিতা পরিবহনের একটি বাসে তল্লাশি চালিয়ে ধারালো বার্মিজ চাকুসহ তিনজন ছিনতাইকারীকে আটক করা হয়।
সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুয়েল মিঞা বলেন, চলমান চেক পোস্টের অংশ হিসেবে মহাসড়কে তল্লাশি চালানোর সময় তিনজনকে আটক করা হয়।