সাভারে গাঁজাসহ ১জন মাদক ব্যবসায়ী গ্রেফতার।
লিটন আহমেদ চন্দন,জেলা প্রতিনিধি ( ঢাকা )।
ঢাকা জেলার ডিবি ( উঃ) কর্তৃক ৫০০(পাঁচশত) গ্রাম গাঁজাসহ সাভার জোরপুল এলাকা হতে একজন মহিলা মাদক ব্যবসায়ী গ্রেফতার।
ঢাকা জেলা পুলিশ সুপার মোঃ আনিসুজ্জামান এর নির্দেশনায় বিশেষ অভিযান পরিচালনা কালে ঢাকা জেলার ডিবি (উত্তর) এর অফিসার ইনচার্জ মোঃ জালাল উদ্দিন এর নেতৃত্বে এসআই (নিঃ) কাজী কামাল মিয়া সঙ্গীয় অফিসার ও সোর্সসহ ০১/ ১০/ ২০২৫ খ্রি: তারিখ ২২:৩০ ঘটিকায় সাভার মডেল থানধীন সাভার জোরপূল এলাকা হতে আসামি ০১। মিনারা (৩৮), পিতা – লালু হাওলাদার, মাতা – রহিমা , সাং- নুরাবাদ, থানা – চরফ্যাশন, জেলা – ভোলা। বর্তমান ঠিকানা ,জয়নাবাড়ী পশ্চিমপাড়া (রুম আক্তারের বাড়ির ভাড়াটিয়া ) থানা- সাভার মডেল, জেলা – ঢাকা । কে ৫০০ গ্রাম গাঁজাসহ গ্রেফতার করেন।
পরবর্তীতে উক্ত আসামি কে সাভার মডেল থানায় মামলা রুজু পূর্বক বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়।