শনিবার, ২৮ ডিসেম্বর ২০২৪, ০৬:৪৫ অপরাহ্ন

সাভরে ছাত্রলীগ নেতা-কর্মীদের উপর সন্ত্রাসী হামলা, আহত ৭

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : রবিবার, ৭ মে, ২০২৩
  • ৮৮ বার পঠিত

পূর্ব শত্রুতার জের
সাভরে ছাত্রলীগ নেতা-কর্মীদের উপর সন্ত্রাসী হামলা, আহত ৭

সাভারঃ সাভারে পূর্ব শত্রুতার জেরে ছাত্রলীগের নেতা-কর্মীদের উপর সশস্ত্র সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। এতে ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতিসহ আহত হয়েছে অন্তত ৭জন।
শনিবার সন্ধ্যায় ঢাকা-আরিচা মহাসড়ক সংলগ্ন গেন্ডা এলাকায় এ ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে। এ ঘটনায় সাভার মডেল থানায় অভিযোগ দায়ের হয়েছে।
অভিযোগ সূত্রে জানা গেছে, শনিবার সন্ধ্যায় মোটরসাইকেলযোগে ব্যবসায়ী আরিফ সঙ্গী ছামিদকে সঙ্গে নিয়ে উলাইল এলাকায় যাওয়ার পথে গেন্ডাস্হ এনার্জি সিএনজি পাম্পের সামনে পৌছামাত্র পূর্ব থেকে ওৎ পেতে থাকা যুবদল নেতা চুন্নু, মদারু লিটন, বাহাদুরসহ ১০/১২জন সশস্ত্র সন্ত্রাসী তাদের উপর দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে হামলা চালায়। এতে মারাত্মক হন তারা। এসময় তাদেরকে একটি ডাবের গোডাউনে বেধে আটকে রাখে। স্হানীয়দের কাছে খবর পেয়ে আরিফের ভাই সাভার ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি সোহেল রানা যুবলীগ নেতা শামীম আহমেদকে নিয়ে ঘটনাস্হলে গেলে তাদের উপরও অতর্কিতে হামলা চালায় চুন্নু, লিটনসহ তাদের সহযোগীরা। এসময় তারা ছাত্রলীগ নেতা সোহেল রানাসহ অন্যান্যদের ব্যাপক মারধর করে প্রাননাশের হুমকি দেয়। এ ঘটনায় সাভার ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি সোহেল রানা, ৭নং ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি ছামিদ, যুবলীগ নেতা শামীম, আরিফসহ সহযোগী সংগঠনের অন্তত ৭জন নেতা-কর্মী গুরুতর আহত হয়। পরে স্হানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে। এ ঘটনায় ভুক্তভোগী আরিফ বাদী হয়ে সাভার মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছে।
এদিকে, এ ঘটনায় পাল্টা-পাল্টি হামলার অভিযোগ এনে ইউসুফ আলী চুন্নু বাদী হয়ে সাভার মডেল থানায় পৃথক অভিযোগ দায়ের করেছেন।
সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দীপক চন্দ্র সাহা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, শুনেছি মারামারির ঘটনা ঘটেছে, এ ঘটনায় পৃথক অভিযোগ পেয়েছি, তদন্ত স্বাপেক্ষে পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

এ জাতীয় আরো খবর..