মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫, ১২:২৩ অপরাহ্ন

সাদুল্যাপুরে ১০ হাজার পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ি গ্রেফতার।

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : রবিবার, ১৪ আগস্ট, ২০২২
  • ১৩৭ বার পঠিত

সাদুল্যাপুরে ১০ হাজার পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ি গ্রেফতার।
মোঃ আনছারুজ্জামান, স্টাফ রিপোর্টার।
গাইবান্ধার সাদুল্যাপুর উপজেলার একবারপুর এলাকায় শনিবার সন্ধ্যায় বাসে তল্লাশি চালিয়ে ১০ হাজার ইয়াবা ট্যাবলেটসহ মনিরুজ্জামান (২০) নামে এক যুবককে আটক করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। রংপুর-ঢাকা মহাসড়কে বাস থেকে তাকে আটক করা হয়। মনিরুজ্জামান কুড়িগ্রাম জেলার উলিপুর উপজেলার দই খাওয়ার চরের আব্দুল লতিফের ছেলে। জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক (এসআই) লোকমান হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক (এসআই) লোকমান হোসেন জানান, গোপন সংবাদে ভিত্তিতে রংপুরগামী এম কে পরিবহন নামে যাত্রীবাহী একটি বাস থেকে মনিরুজ্জামানকে আটক করা হয় এবং তার কাছ থেকে ১০ হাজার ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। এ ব্যাপারে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে সাদুল্যাপুর থানায় একটি মামলা করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

এ জাতীয় আরো খবর..