সাতক্ষীরা হতে ওয়ান শুটারগান সহ সন্ত্রাসীকে গ্রেফতার করছে র্যাব-৬
স্টাফ রিপোর্টার মামুন:
র্যাব-৬, তার প্রতিষ্ঠাকাল থেকেই চাঁদাবাজ, সন্ত্রাসী, খুনী, ছিনতাইকারী, অপহরণকারী, মানব পাচারকারী, প্রতারকচক্র গ্রেফতার, অবৈধ অস্ত্র গোলাবারুদ উদ্ধার এবং মাদক কারবারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের মাধ্যমে দৃষ্টান্ত স্থাপন করে জনগনের বিশ্বাস ও আস্থা অর্জন করে আসছে।
এরই ধারাবাহিকতায় ২১ জানুয়ারি ২০২২ তারিখ র্যাব-৬, (ঝিনাইদহ ক্যাম্প) এর একটি চৌকস আভিযানিক দল গোয়েন্দা তথ্যের মাধ্যমে জানতে পারে যে, সাতক্ষীরা জেলার সদর থানাধীন ভালুকা চাঁদপুর মোড়স্থ এলাকায় কতিপয় মাদক ব্যবসায়ী মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে। প্রাপ্ত সংবাদের সত্যতা যাচাই ও আইনানুগ ব্যবস্থা গ্রহণের উদ্দেশ্যে আভিযানিক দলটি একই তারিখ ২১.০০ ঘটিকার সময় সাতক্ষীরা জেলার সদর থানাধীন ভালুকা চাঁদপুর গ্রামস্থ ভালুকা-চাঁদপুর এতিমখানা কাম লিল্লাহ বোডিং মাদ্রাসা মেইন গেইটের সামনে পাঁকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে আসামী ১। মোঃ আনারুল সরদার(৩১), পিতা-মৃত আজগর সরদার, সাং-চন্ডীপুর, থানা-শ্যামনগর, জেলা-সাতক্ষীরা’কে গ্রেফতার করে। এ সময় উপস্থিত সাক্ষীদের সামনে গ্রেফতারকৃত আসামীর হেফাজত হতে ০১টি ওয়ান শুটার গান, ০৪রাউন্ড গুলি, ০১টি মোবাইল, ০২টি সিমকার্ড এবং নগদ-২১১০/- টাকা উদ্ধার পূর্বক জব্দ করে।
গ্রেফতারকৃত আসামী ও জব্দকৃত আলামত সাতক্ষীরা জেলার সদর থানায় হস্তান্তর করতঃ আসামীর বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা রুজু করা হয়েছে।