শনিবার, ২৮ ডিসেম্বর ২০২৪, ০৯:০৩ অপরাহ্ন

সাতক্ষীরা মুন্সিগঞ্জ ইউনিয়নের ১নম্বর ওয়ার্ডের পুনরায় ভোট গণনার আদেশ দিয়েছেন মাননীয় আদালত।

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : বুধবার, ১৬ মার্চ, ২০২২
  • ১২৪ বার পঠিত

মুন্সিগঞ্জ ইউনিয়নের ১নম্বর ওয়ার্ডের পুনরায় ভোট গণনার আদেশ দিয়েছেন মাননীয় আদালত।

মো: রাকিবুল হাসান সাতক্ষীরা জেলা প্রতিনিধি ঃঃ

শ‍্যামনগ উপজেলা মুন্সিগঞ্জ ইউনিয়নের এক নম্বর ওয়ার্ডের ১২১ নম্বর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ফলাফল পুনরায় গণনার জন্য সাতক্ষীরা আদালত ব্যালেট পেপার প্রেরণ করা হয়েছে। শ্যামনগর নির্বাচন কর্মকর্তারা কার্যালয় থেকে মিনা হাবিবুর রহমান এ এস আই হুমায়ুন কবির কনস্টেবল সুমন নেতৃত্বে পুলিশের একটি টিম দায়িত্বে ছিলেন।
প্রসঙ্গ গত  ২৬শে ডিসেম্বর সদ্য ইউনিয়ন পরিষদ নির্বাচনে মুন্সিগঞ্জ ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের ফুটবল প্রতীকের প্রার্থী হরিদাস হালদার কে মেম্বার হিসেবে ঘোষণা দিলে ভোট কারচুপির অভিযোগে এনে ভোটের ফলাফল প্রত্যাখ্যান করে ভ্যান গাড়ি প্রতিকের মেম্বার পদপ্রার্থী আব্দুর রশিদ গাজী সাতক্ষীরা নির্বাচন বিশেষ ট্রাইব্যুনালে উপস্থিত হয়ে মামলা করেন মামলা নং ১৩ তারই পরিপ্রেক্ষিতে মাননীয় আদালত ভোটের ফলাফল পুনরায় গণনার জন্য আজ ১৬-০৩-২০২২ আদালতে ব্যালেট পেপার হাজির করার জন্য শ্যামনগর নির্বাচন কার্যালয়ের কে আদেশ দেন।। এছাড়াও আরেক তালা প্রতীকের মেম্বার পদপ্রার্থী আকবার আলি পাড় তিনিও ভোট কারচুপির অভিযোগ এনে এই ফলাফল প্রত্যাখ্যান করে সাতক্ষীরা নির্বাচনী বিশেষ ট্রাইব্যুনালে মামলা দায়ের করেছেন মামলা নাম্বার ১৯শ্যামনগর নির্বাচন কর্মকর্তা জনাব রবিউল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

এ জাতীয় আরো খবর..