সাতক্ষীরা পুলিশ লাইন্স ড্রিল সেডে মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিতঃ
এসএম আলীরাজ হোসাইন, ভ্রম্যমান প্রতিনিধিঃ
সাতক্ষীরা পুলিশ লাইন্স ড্রিল সেডে মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়। উক্ত কল্যাণ সভায় সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব কাজী মনিরুজ্জামান মহোদয়।পুলিশ সুপার মহোদয় অফিসার ফোর্সদের উদ্দেশ্যে শৃঙ্খলা,ড্রেসরুলস মেনে পোষাক পরিধান করা, স্বাস্থ্য সচেতনতা, পরিস্কার পরিচ্ছন্নতা এবং জনসাধারণের সহিত উত্তম ব্যবহারসহ বিভিন্ন দিক নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। পুলিশ সুপার মহোদয় বলেন,পুলিশ পেশাদারিত্বের পাশাপাশি অনেক মানবিক কাজে অংশগ্রহণ করছে। বিট পুলিশিং কার্যক্রমের মাধ্যমে মামলা তদন্ত, আসামি গ্রেফতার, গোয়েন্দা তথ্য সংগ্রহসহ বিভিন্ন ধরনের অপরাধমূলক তথ্য সংগ্রহের মাধ্যমে পুলিশী সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছিয়ে দিতে থানায় দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা নিরলস কাজ করে যাচ্ছে। মূলত বিট পুলিশিং এর মাধ্যমে তৃণমূল পর্যায়ে আইনী সহায়তা দেওয়ায় জেলা পুলিশের মূল লক্ষ্য।
অদ্যকার কল্যাণ সভায় আরো উপস্থিত ছিলেন জনাব মোঃ সজীব খান, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) জনাব কনক কুমার দাস অতিরিক্ত পুলিশ সুপার(ক্রাইম এন্ড অপস্), জনাব মোঃ মীর আসাদুজ্জামান অতিরিক্ত পুলিশ সুপার,(সদর সার্কেল), জনাব মোঃআমিনুর রহমান অতিরিক্ত পুলিশ সুপার (কালীগঞ্জ সার্কেল), জনাব এস.এম.জামিল আহম্মেদ সিনিয়র সহকারী পুলিশ সুপার(দেবহাটা সার্কেল) এবং জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তা এবং সদস্যগণ।