স্টাফরিপোর্টার
জাতীয় বিজয় দিবস উপলক্ষে তালা উপজেলা কৃষকলীগের প্রস্তুতি মূলক বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। ১২ ডিসেম্বর বিকাল ৪ টায় পাটকেলঘাটা বাজার কেন্দীক চাউল পটিতে বর্ধিত সভার আয়োজন করা হয়।
তালা উপজেলা কৃষকলীগের আহোবায়ক বীর মুক্তিযোদ্ধা শিক্ষক মোঃ ময়নুল ইসলাম এর সভাপতিত্বে ও সদস্য সচিব বিশিষ্ট কণ্ঠশিল্পী ইন্দ্রজিৎ কুমার সাধুর সার্বিক তত্বাবধানে সভায় বক্তব্য রাখেন, তালা উপজেলা কৃষকলীগের সম্মানিত আহবায়ক বীর মুক্তিযোদ্ধা মোঃ ময়নুল ইসলাম, সাতক্ষীরা জেলা কৃষকলীগের মহিলা বিষয়ক সম্পাদক ও সাবেক তালা উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান মোস্তাকিন সুলতানা পুতুল, তালা উপজেলা কৃষকলীগের সদস্য বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী বিশ্বাস, শেখ আব্দুর রহমান, মোঃ তরিকুল ইসলাম, অনুপম কুমার মন্ডল, মোঃ মেহেদী হাসান, সরুলিয়া ইউনিয়ন কৃষকলীগের আহবায়ক জনাব নজরুল ইসলাম, প্রস্তাবিত সাংগঠনিক সম্পাদক শেখ রায়হান হোসেন, মাগুরা ইউনিয়ন কৃষকলীগের সাধারণ সম্পাদক লিটন মোড়ল, খলিষখালী ইউনিয়ন কৃষকলীগের সভাপতি বিধান চন্দ্র দাস, কুমিরা ইউনিয়ন কৃষকলীগের নির্বাচিত সাধারণ সম্পাদক নাজমুল হাসান মিঠু, জালালপুর ইউনিয়ন কৃষকলীগের আহবায়ক বাবু গোপাল দাস, ইসলামকাটী ইউনিয়ন কৃষকলীগ নেতা আবু সাঈদ, তেতুলিয়া ইউনিয়ন কৃষকলীগের সভাপতি প্রমুখ। এছাড়া কৃষকলীগের নবীন প্রবীণ অসংখ্য নেতাকর্মীরা সেখানে উপস্থিত ছিলেন।
আলোচ্য বিষয় হলো, আগামী ১৬ ই ডিসেম্বর সমগ্র বাংলাদেশে আওয়ামীলীগের উদ্যোগে একযোগে মহান বিজয় দিবস পালিত হবে। জাতীয় বিজয় দিবসের দিন আওয়ামীলীগের সাথে কৃষকলীগ সম্মিলিত হয়ে বিজয় দিবস পালন করবে। এছাড়া প্রতি বছরের ন্যায় এবারও তালা উপজেলা কৃষকলীগের উদ্যোগে ১৬ ই ডিসেম্বরের এক দিন আগে ১৫ ই ডিসেম্বর বিজয় দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভার করা হবে। এজন্য ১৫ ই ডিসেম্বর ও ১৬ ই ডিসেম্বর যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালনের জন্য তালা উপজেলার সকল কৃষকলীগ নেতা কর্মীদের অগ্রীম প্রস্তুতি গ্রহন করতে আহবান জানানো হয়।