সাঘাটা ফুলছড়ি উপনির্বাচন উপলক্ষে মাহমুদ হাসান রিপন এর জনসংযোগ শুরু।
মোঃ আনছারুজ্জামান, স্টাফ রিপোর্টার।
অদ্য ০৬/০৮/২০২২ ইং তারিখে গাইবান্ধা-০৫ আসনের (সাঘাটা-ফুলছড়ি) উপনির্বাচন উপলক্ষে বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় সংসদের সাবেক সফল সভাপতি শ্রদ্ধেয় জননেতা জনাব মাহমুদ হাসান রিপন সাঘাটা উপজেলাধীন কচুয়া ইউনিয়নের উল্ল্যাসোনাতলা বাজার এবং ঘুড়িদহ ইউনিয়নের বটতলা বাজারে গনসংযোগ করেন। তিনি গত কাল ০৫-০৮-২০২২ ইং তারিখে বাজিতনগর ও জুমারবাড়ী এলাকায় সকল স্তরের লোক সমাজের ব্যক্তিবর্গের সাথে মত বিনিময় করেন। সকলে তাহার উজ্জ্বল ভবিষ্যৎ এর জন্য দোয়া করেন।এ সময় তাহার সাথে তৃণমূল অনেক নেতাকর্মীদের গনসংযোগ করতে দেখা যায়।
সাঘাটা-ফুলছড়ির হৃদয়ের স্পন্দন। জননেতা মাহমুদ হাসান রিপন সম্পর্কে ফেসবুক পেজে হানিফ নামে এক ব্যক্তি বলেন গাইবান্ধা-৩৩ সাঘাটা-ফুলছড়ি-৫ উপ-নির্বাচনে এম পি হিসেবে দেখতে চাই জননেতা জনাব মাহমুদ হাসান রিপন ভাই কে তিনি আরও বলেন সাঘাটা-ফুলছড়ির মানুষ আপনার হাসির অপেক্ষায় আছে। আপনি হাসলেই সাঘাটা-ফুলছড়ির মানুষ হাসবে ইনশাআল্লাহ জয় হবেই💖ফলিয়া বাজার বিশিষ্ট ব্যবসায়ী ডাক্তার মোঃ মাসুদ হোসেন বলেন ১৭ বছরের সফল আওয়ামী লীগ নেতা জননেতা জনাব মাহমুদ হাসান রিপন ভাই কে যদি মাননীয় প্রধানমন্ত্রী তাহার নমিনেশন পেপার প্রদান করেন তাহলে সাঘাটা ফুলছড়ি উপনির্বাচন ইতিহাস গড়ে জয় পাবে ইনশাআল্লাহ। এলাকার সকলে তাহার জন্য আল্লাহ তায়ালার দরবারে মুজানাত করতেছে এবং তিনিও সকল স্তরের জনগনকে নানা প্রকার ওয়াদা ও ডিজিটাল উপজেলা গড়ার জন্য ওয়াদা করেন।সকলের বিশ্বাস জননেতা জনাব মাহমুদ হাসান রিপন যদি নমিনেশন পাশ তাহলে মাননীয় প্রধানমন্ত্রীর হাত আরও শক্তি শালী হবে বলে সকলে মনে করেন।