সাঘাটায় বিপুল পরিমাণ মাদক উদ্ধার করেছেন সদর ট্রাফিক টি এস আই জসিম।
মোঃ আনছারুজ্জামান স্টাফ রিপোর্টার।
সমাজ ধ্বংসের ঘাতক বিপুল পরিমাণ মাদক উদ্ধার করে প্রশংসীয় ভুমিকা রাখলেন গাইবান্ধা ট্রাফিক এর
টি এস আই জসিম উদ্দিন।
সাঘাটা উপজেলার পদুমশহর এলাকায় মঙ্গলবার সকালে শাহিন মিয়া নামে এক যুবককে ১৬ কেজি গাঁজা সহ গ্রেফতার করে গাইবান্ধা ট্রাফিক পুলিশের এটিএসআই জসিম উদ্দিন। এসময় তার মোটরসাইকেল সাথে ঝুলানো ব্যাগ থেকে বিপুল পরিমান গাজা উদ্ধার করা হয়।
গ্রেফতার কৃত শাহিন মিয়া কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী গ্রামের আব্দুল রহিম মিয়ার ছেলে।
আরও জানা যায়, সকালে মোটর সাইকেল যোগে গাইবান্ধা শহর থেকে সাঘাটা উপজেলায় যাওয়ার সময় ট্রাফিক পুলিশ সিগন্যাল দিয়ে থামতে বলে। এসময় সিগন্যাল অমান্য করে পালিয়ে গেলে ট্রাফিক পুলিশে কর্মরত এটিএসআই জসিম উদ্দিন ধাওয়া করে তাকে গাজা সহ আটক করে। পরে গাইবান্ধা ডিবি পুলিশের অফিসার ইনচার্জ মোখলেছুর রহমানের নেতৃত্বে একটি টিম ঘটনাস্থলে গিয়ে তাকে গাজাসহ গ্রেফতার করে।
উক্ত জসিম এর আগেও দুটি অভিযান চালিয়ে ১০ কেজি গাজা আটক করেছিল।