বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪, ১০:৪১ পূর্বাহ্ন

সাংবাদিক শাহনাজ পারভীন যড়যন্রের শিকার, আত্ম-সম্মানে বাঁচতে চান

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৩
  • ৬৫ বার পঠিত

সাংবাদিক শাহনাজ পারভীন যড়যন্রের শিকার, আত্ম-সম্মানে বাঁচতে চান
মোঃ আনছারুজ্জামান, রংপুর বিভাগীয় ব্যুরো প্রধান
চট্টগ্রামে রূপনগর সমাজ কল্যাণ সমিতি বন্দরনগরী দক্ষিণ মধ্যম হালিশহর ৩৮ নং ওয়ার্ড মাইজপাড়া শফি ভবনে সেচ্ছাসেবক মুলক প্রতিষ্ঠানটি অফিস রয়েছে বলে জানা গেছেন।
উক্ত সেচ্ছাসেবা মুলক প্রতিষ্ঠানের মুল দায়িত্বশীল ব্যাক্তি জনাব মোঃ আবদুল্লার তও্বাবাধনে সমিতির কার্যক্রম পরিচালিত হয় সাংবাদিক শাহনাজ পারভীন জানান।
তিনি একজন শুধু বেতন ভুক্ত কর্মচারী হিসেবে ছিলেন বলে জানান তিনি-
বিভিন্ন কারনে সেবামুলক প্রতিষ্ঠানটি অজ্ঞাত হয়ার কারণে সমস্যায় সৃষ্টি হলে অনেকই উধাত্ত হয়ে যায়।
তখনই শাহনাজ পারভীন একজন সমিতির বিশ্বস্ত কর্মচারী হিসাবে সমিতির দায়িত্ব রেখে চলে যাননি,
কিন্তু -২০২২ সাল ডিসেম্বর মাস থেকে প্রতিষ্ঠানটি সংকটের মুখোমুখি হলে তখনও সমিতির উর্ধ্বতন অনেক কর্মকতারা সমিতি থেকে দুরে সরে গেলে অনেকাংশ সমিতির জনবল শূন্য হয়ে পড়েন। তখন প্রতিষ্ঠানের একজন বেতনভুক্ত কর্মচারী হয়েও প্রতিষ্ঠানকে টিকিয়ে রাখতে শক্ত হাতে হাল ধরেন এবং প্রতিষ্ঠান কে সংকট থেকে মুক্ত ও করে দাঁড় করান।
প্রতিষ্ঠানটি যখন সংকট মুক্ত হলো তখন আবার ঘুরে দাড়ানো যাত্রা শুরু করেন তখন সভাপতি মোঃ আবদুল্লাহ আবার আগের মত প্রতিষ্ঠানে কার্যক্রম এবং যাতায়ত শুরু করেন, এরা তাদের ইচ্ছা মাফিক প্রতিষ্ঠানের কর্মকান্ড পরিচালনায় ব্যস্ত কোন কর্মচারীর পরামর্শে সমিতি পরিচালনা করেনি।
এতে আবারও প্রতিষ্ঠানটি দেউলিয়া হয়ে যায় বলে জানা গেছেন। শাহনাজ পারভীন সমিতির বেতনভুক্ত কর্মচারী হওয়াতে উক্ত এলাকায় বহুদিন ধরে পরিবার পরিজন নিয়ে বসবাস করেন বিধায় সমিতির আমানতকারীরা তাকে চিনেন বলে তিনি জানান।
বর্তমানে প্রতিষ্ঠানের কর্মকর্তারা আবারও উধাও হওয়াতে সমিতির আমানতকারীরা তাদের প্রাপ্য আমানতের টাকা ফেরত দেওয়ার জন্য প্রতিনিয়ত আমাকে চাপ সৃষ্টি প্রয়োগ বা হেনস্তা করে যাচ্ছেন,এমনকি প্রতিষ্ঠানে অবস্থিত থাকার কারণে তাহার উপর হামলা ও তার স্কুল পড়ুয়া মেয়ে কে গালিগালাজ মানসিক ভাবে নির্যাতন করেছেন।
সাংবাদিক শাহনাজ পারভীন জানান-
আমি মোটই প্রস্তুত ছিলাম না
যখন প্রতিষ্ঠানটি পুনারায় চালু হয় তখন আমি একজন সমিতির সৎ কর্মচারী হিসেবে আমার সমস্ত দায়িত্ব বা হিসাব-নিকাশ সমিতির কতৃপক্ষকে বুঝিয়েদি এবং কার্যক্রম থেকে সরে আসি। কিন্তু এখন দেখা যায়, সমিতির আমানতকারীরা কতৃপক্ষকে না পেয়ে প্রতিনিয়ত আমাকে

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

এ জাতীয় আরো খবর..