রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ০২:২০ পূর্বাহ্ন

সাংবাদিক জসিমের বিরুদ্ধে রূপালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি মিথ্যা অভিযোগের প্রতিবাদ

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : রবিবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২৫
  • ২৭ বার পঠিত

সাংবাদিক জসিমের বিরুদ্ধে রূপালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি মিথ্যা অভিযোগের প্রতিবাদ

মোঃ তপু শেখ
গোপালগঞ্জ প্রতিনিধিঃ
গোপালগঞ্জ টুঙ্গিপাড়া উপজেলার সাংবাদিক জসিম মুন্সি অভিযোগ করেছেন যে, তিনি রূপালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির টুঙ্গিপাড়া মডেল সার্ভিস সেলের জিএম রাকিবুর জামান এর কাছে তথ্য চাইতে গেলে, রাকিবুর জামান তার বিরুদ্ধে মিথ্যা ও ভুয়া চাঁদাবাজি অভিযোগ দায়ের করেছেন। এই ঘটনায় সাংবাদিক জসিমের বিরুদ্ধে দায়ের করা অভিযোগ সম্পূর্ণ মিথ্যা এবং উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেছে টুঙ্গিপাড়া প্রেস ক্লাব। অভিযোগের বিষয় নিয়ে জিএম রাকিবুজ্জামানের কাছে জানতে চাইলে,জসীম যে চাঁদা আপনার কাছে চেয়েছে তার কোন প্রমাণ আছে কিনা। তিনি বলে আমার কাছে কোন প্রমাণ নেই তবে জসিম মুন্সী আমার কাছে আকার ইঙ্গিতে চাঁদা চেয়েছে। জিএম রাকিবুজ্জামান জসিমের বিরুদ্ধে মানববন্ধন করে বলেন জসিমের শিক্ষাগত যোগ্যতা কি আছে, তিনি লেখাপড়া জানে না।সাংবাদিকতা কিভাবে করে এসব বিষয় সাংবাদিকদের সম্মান ক্ষুন্ন করে সাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা জানতে পারবে শুধুমাত্র সম্পাদকগণ।

আজ টুঙ্গিপাড়া প্রেস ক্লাবের পক্ষ থেকে একটি প্রতিবাদ জানানো হয়েছে। তারা সাংবাদিক জসিম মুন্সির বিরুদ্ধে মিথ্যা অভিযোগ প্রত্যাহারের দাবি জানিয়েছেন এবং এর তীব্র নিন্দা জানিয়েছেন। প্রেস ক্লাবের পক্ষ থেকে আরও বলা হয়েছে যে, সাংবাদিকদের স্বাধীনতার জন্য এটি একটি বড় হুমকি। সাংবাদিকরা তথ্য সংগ্রহের জন্য কাজ করেন এবং তাদের ওপর এমন মিথ্যা অভিযোগ চাপানো, সাংবাদিকতার স্বাধীনতা এবং সমাজের মুক্ত চিন্তাকে বাধাগ্রস্ত করতে পারে।

এ বিষয়ে টুঙ্গিপাড়া প্রেস ক্লাব প্রশাসন এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দ্রুত পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছে। তারা বলেন, অবিলম্বে মিথ্যা অভিযোগ প্রত্যাহার করতে হবে এবং সাংবাদিকদের সুরক্ষা নিশ্চিত করতে হবে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

এ জাতীয় আরো খবর..