মোঃ সারোয়ার মৃধা ঃঃ শাহ সিমেন্টের মাল ভর্তি ট্রাক চাপায় সাংবাদিক শফিকুল ইসলাম জনি নিহত হওয়ার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশের ডাক দিয়েছে ফতুল্লা প্রেসক্লাব
আজ ২০ অক্টোবর সকাল ১১ টার দিকে ফতুল্লা প্রেসক্লাবের সামনে এই সমাবেশের আয়োজন করা হয়েছে। সমাবেশে সকল সাংবাদিকদের উপস্থিত থাকার জন্য অনুরোধ করছে প্রেসক্লাব কর্তৃপক্ষ
উল্লেখ্য, গতকাল দিবাগত রাতে শাহ সিমেন্টের একটি বেপরোয়া গতির ট্রাকের চাপায় চ্যানেল এস এর ফতুল্লা প্রতিনিধি, ফতুল্লা প্রেসক্লাবের সদস্য তরুন সাংবাদিক জনি গুরুতর আহত হন, তার কয়েক ঘন্টা পরে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরন করে। এতে সাংবাদিক সমাজে শোকের ছায়া নেমে আসে। শোকে মূহ্যমান সাংবাদিকরা ক্ষোভে ফেটে পড়ে। বিচারের দাবীতে বিক্ষোভ সমাবেশের ডাক দেয়।