মোঃ রাকিব হাসান স্টাফ রিপোর্টার
বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন জামালপুর জেলা শাখার (বিপিজেএ) সাবেক প্রচার সম্পাদক এস.এম হোসাইন আছাদের পিতা সৈয়দ আবু আল ফাত্তাহ্ এর বার্ধক্য জনিত মৃত্যুতে তার আন্তার মাগফেরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রোববার রাতে জামালপুর গেইটপাড়স্থ বিপিজেএ এর অস্থায়ী কার্যালয়ে বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন জামালপুর জেলা শাখার পক্ষ থেকে এ দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।
গত ২জুলাই শুক্রবার বাদ আসর সাংবাদিক এস.এম হোসাইন আছাদের বাবা সৈয়দ আবু আল ফাত্তাহ্ (ফাতা মিয়া) তার নিজ বাড়িতে শেষ নিশ্বাস ত্যাগ করেন। পরে ৩ জুলাই শনিবার বেলা ১১টার দিকে তাকে নিজ বাড়ীতে জানাযা নামাজ শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ১০৭ বছর। বেঁচে থাকাকালীন ফাত্তাহ মিয়া সামাজিক অনেক কর্মকান্ডে অংশ গ্রহন করে সবার মাঝে তার অস্থিত্ব রেখে গেছেন।
বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন জামালপুর জেলা শাখার সভাপতি শাহাবুল আকন্দের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রোকনুজ্জামান রোকনের সঞ্চালনায় দোয়া ও মিলাদ মাহফিলে উপস্থিত ছিলেন, সহ-সভাপতি শফিকুল ইসলাম, যুগ্ন সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, এম কাউসার সৌরভ, সাংগঠনিক সম্পাদক এহসান আলী, দপ্তর সম্পাদক শামীম হোসেন, প্রচার সম্পাদক আল আমীন হোসেন, ক্রিড়া বিষয়ক সম্পাদক বেলাল হোসেন শান্ত, কার্যনির্বাহী সদস্য ফরিদ হোসেন, নাঈদ আলমগীর, সামিউল ইসলাম, বিল্লাল হোসেনসহ রাহাত, মাজেদুল ইসলাম ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এ সময় মরহুম সৈয়দ আবু আল ফাত্তাহ এর ছোট ছেলে সাংবাদিক এসএম হোসাইন আছাদ তার বাবার জীবন বিষয়ক আলোচনা করেন। এর আগে বিকালে বিপিজেএ এর সাবেক সাধারণ সম্পাদক তার ব্যক্তিগত উদ্দ্যেগে আসাদেও বাবার জন্য দোয়ার আয়োজন করেন। অনুষ্ঠানটির দোয়া ও মিলাদ মাহফিল পরিচালনা করেন সংগঠনের কার্যনির্বাহী সদস্য শাহীন আলম।
Like this:
Like Loading...
Related
এ জাতীয় আরো খবর..