সাংবাদিকের বিরুদ্ধে মামলা দায়েরের প্রতিবাদে পলাশবাড়ীতে মানববন্ধন।
মোঃ আনছারুজ্জামান,রংপুর বিভাগীয় ব্যুরো প্রধান
গাইবান্ধা জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আতাউর রহমান আতার বিরুদ্ধে দুর্নীতি অনিয়মের সংবাদ প্রকাশ করায় বহুল আলোচিত জাতীয় দৈনিক মানবজমিন পত্রিকার নির্বাহী সম্পাদক মতিউর রহমানসহ গাইবান্ধার ৪ সাংবাদিকের বিরুদ্ধে মামলা দায়েরের প্রতিবাদে পলাশবাড়ীতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
আজ শুক্রবার বিকাল ৩টায় স্থানীয় চৌমাথা মোড়ে পলাশবাড়ী রিপোর্টার্স ইউনিটির সভাপতি আশরাফুল ইসলামের আহবানে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে সভাপতিত্ব করেন পলাশবাড়ী প্রেসক্লাবের সাধারন সম্পাদক সিরাজুল ইসলাম রতন।
মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন প্রেসক্লাব গাইবান্ধার সাধারণ সম্পাদক জাভেদ হোসেন,বিশেষ অতিথির বক্তব্য রাখেন রিপোর্টার ইউনিটির সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম, বাংলাদেশ প্রেসক্লাব গাইবান্ধা জেলা শাখার সভাপতি মোয়াজ্জেম হোসেন,গোবিন্দগঞ্জ প্রেসক্লাব সাধারণ সম্পাদক রাসেল কবির, সাংগঠনিক সম্পাদক রবিউল ইসলাম,মাসুম বিল্লাহ্,লাল চান বিশ্বাস,রিপন আকন্দ, ইসমাইল,দৈনিক যুগের আলো আসাদুজ্জামান রুবেল প্রমুখ।
উল্লেখ্য,গাইবান্ধা জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আতাউর রহমান আতার সময়ে বিভিন্ন প্রকল্পের অনিয়ম তুলে ধরে ধারাবাহিক প্রতিবেদন প্রকাশের জেরে দৈনিক মানবজমিন ও মাছরাঙা টিভির সাংবাদিক সিদ্দিক আলম দয়াল,আনন্দ টিভির সাংবাদিক মিলন খন্দকার,বাংলাদেশ সমাচার পত্রিকার সাংবাদিক রবিন সেন এর বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহার ও গোবিন্দগঞ্জে কাজে অনিয়মের খবর প্রকাশ করায় সমকাল পত্রিকার সাংবাদিক এনামুল হকের উপর হামলাকারী সন্ত্রাসীদের গ্রেফতারসহ সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবী জানান।