সাংবাদিকরে অভিযোগের ভিত্তিতে সাভার তিতাস গ্যাসের অবৈধ সংযোগ বিচ্ছিন্ন।
বাপ্পি কুমার নাথ, ঢাকা জেলা প্রতিনিধি।
রিপোর্টার বাংলা টিভি সাংবাদিকের অভিযোগের ভিত্তিতে সাভার তিতাস গ্যাসের অবৈধ সংযোগ বিচ্ছিন্ন। সাভার পৌরসভার উলাইল নামাগেন্ডা ( মাদ্রাসার মোড়) থেকে দেওয়ান বাড়ি পর্যন্ত অর্নব এন্টারপ্রাইজ ( ওয়াস ফ্যাক্টরি ) ও বিভিন্ন বাসা বাড়িতে দেয়া শতাধিক অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে।
গণমাধ্যম কর্মিদের কাছে অভিযোগ আসে নামাগেন্ডা অর্নব এন্টারপ্রাইজ ( ওয়াস ফ্যাক্টরি ) তে অবৈধ গ্যাস সংযোগ দেওয়া আছে। এর পরিপ্রেক্ষিতে গণমাধ্যম কর্মিরা অনুসন্ধানে নামে।
এক পর্যায়ে অর্নব এন্টারপ্রাইজ এর ডাইরেক্টর মানিক গণমাধ্যম কর্মিদের কাছে সত্যতা প্রকাশ করে বলেন যে- এটা অবৈধ গ্যাস লাইন সংযোগ দেওয়া আছে।
তিনি আরো বলেন – আপনারা গণমাধ্যম কর্মিরা নিউজ ও অভিযোগ করে কোনো লাভ হবে না। কারণ – আমরা তিতাস গ্যাস ট্রান্সমিশন এন্ড ড্রিস্ট্রিবিউশন কোম্পানির কিছু কর্মকর্তা ও পুলিশ প্রশাসনের সহযোগিতায় এই গ্যাস লাইন জয়েন করেছি।
গণমাধ্যম কর্মিরা অর্নব এন্টারপ্রাইজের ডাইরেক্টর মানিক এর কথা শুনে সেই স্থান ত্যাগ করে।
গত ১৪/১০/২১ ইং সাভার তিতাস গ্যাস ট্রান্সমিশন এন্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা প্রকৌশলী আবু সাদাত সায়েম এর বরাবর লিখিত অভিযোগ করে।
তিতাস গ্যাস প্রকৌশলী আবু সাদাত সায়েম গণমাধ্যম কর্মিদের আশ্বাস দিয়ে বলেন যে – আমি যদি আমার অফিসের কোন কর্মকর্তা ও কর্মচারী কে প্রমাণসহ অভিযোগ পেয়ে থাকি তাহলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিবো। এমনকি আগামী এক সপ্তাহের মধ্যে আমি নিজে অবৈধ গ্যাস উচ্ছেদ অভিযান পরিচালনা করে অবৈধ গ্যাস লাইন বিচ্ছিন্ন করবো।
তার কথার ভিত্তিতে – আজ ( ২১ অক্টোবর ) বৃহস্পতিবার সকাল থেকে বিকেল পর্যন্ত নামাগেন্ডা এলাকায় অবৈধ গ্যাস সংযোগ উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়।