সরিষাবাড়ীতে শয়তানের নিঃশ্বাসের কবলে পড়ে এক নারী সর্বস্বান্ত।
আমিনুল ইসলাম জামালপুর থেকে
জামালপুর জেলার সরিষাবাড়ী উপজেলার ৪ নং আওনা ইউনিয়নের জগন্নাথগঞ্জ ঘাট এলাকায় ১০ /২/ ২০২৫ ইং সোমবার দুপুরে এই ঘটনা ঘটে। ভুক্তভোগী ওই মহিলার নাম নুরজাহান বেগম , গোয়ালবাথান গ্রামের সবুর উদ্দিন ওরফে কাঞ্চামিয়ার স্ত্রী। সরজমিন ঘুরে জানা যায় শয়তানের নিঃশ্বাসের খপ্পরে পড়ে ভুক্তভোগী মহিলা তার হাতের বালা ,কানের দুল, ও গলার চেন ,খুইয়ে মহিলাটি এখন নিঃস্ব। একজন অটো ড্রাইভার এবং তার সাথে থাকা এক সহযোগী দুজনে মিলে তার গহনা নিয়ে চম্পট দেয়। খোয়া যাওয়া গহনার আনুমানিক মূল্য আড়াই লক্ষ টাকা। ঘটনার পর থেকে এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয় এবং জনমনে আতঙ্ক ছড়িয়ে পড়ে। জনসাধারণ আইন-শৃঙ্খলা বাহিনীর সুদৃষ্টি কামনা করে।