সরিষাবাড়ীতে কৃষকের জমির ধান কেটে নিয়ে যাচ্ছে প্রতিপক্ষ।
সিনিয়র স্টাফ রিপোর্টার আমিনুল ইসলামঃ
জামালপুর জেলার সরিষাবাড়ী উপজেলার মাহাদান ইউনিয়নের বিলবালিয়া গ্রামে অদ্য ১১/৫/২০২৫ ইং(রোববার)বিরোধপূর্ণ জমিতে রো্পিত অর্ধ পাকা ধান কর্তন করে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। ঘটনাস্থলে গিয়ে জানা যায় যে,একই গ্রামের মৃত সৈয়ম আলীর ছেলে আলহাজ উদ্দিন মাস্টার পৈত্রিক সূত্রে প্রাপ্ত ভোগ দখলকৃত সম্পত্তি রফিকুল ইসলাম(কালু) মিয়ার ছেলে জীবন মিয়া এবং রিপন মিয়ার নিকট ১৪ শতাংশ ভূমি বিক্রয় করেন। ক্রয় কৃত জমিতে জীবন মিয়া এবং রিপন মিয়া ধান রোপন করেন।ধান কাটা কে কেন্দ্র করে আলহাজ উদ্দিন মাস্টারের ভাই আবুল মিয়া, আলম মিয়া, এবং সেনা সদস্য ফরিদ মিয়া ও নুরুল মাস্টারের সাথে বাগ বিতান্ড হয়।সেনা সদস্য ফরিদ মিয়া অটোগাড়িতে করে ধান নিয়ে যান। ফরিদুল ইসলাম এবং আবুল হোসেন পক্ষের দাবি আলহাজ্ব মাস্টারের ভূমি অন্য পার্শ্বে। এতে ভুক্তভোগীর পিতা রফিকুল ইসলাম (কালু মিয়া)দুঃখ ও ক্ষোভ প্রকাশ করে বলেন আমরা থানায় অভিযোগ করব।
সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা( ওসি) চাঁদ নিয়ে বলেন,জমিটির ভাগ বাটোয়ারা নিয়ে তাদের মধ্যে বিরোধ চলে আসছিল। তবে এই ঘটনার অভিযোগ পেলে তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।