সালাউদ্দিন সুমন,রংপুর।
জাতীয় পার্টির চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপ-নেতা জিএম কাদের এমপি বলেছেন, সরকারের দায়িত্ব হলো দেশের প্রান্তিক অর্থনীতি বাঁচাতে, প্রান্তিক মানুষ বাঁচাতে প্রান্তিক কর্মসংস্থান বাঁচোতে শ্যামপুরসহ রাষ্ট্রায়ত্ব চিনিকলগুলোকে চালু রাখতে হবে। কোনভাবেই বন্ধ করা যাবে না।
রোববার দুপুরে রংপুরের শ্যামপুর সুগারমিল ক্যাম্পাসে এ্যম্প্লয়েজ ইউনিয়ন আয়োজিত মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের তিনি একথা বলেন। শ্যামপুরচিনিকল চালু রাখার দাবিতে আয়োজিত এই সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন তিনি। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন রংপুর সিটি মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা।
জিএম কাদের আরও বলেন যদি লাভ জনক না হয়, তাহলে সেটা লাভজনক করা সরকারের দায়িত্ব। তা না হলে ব্যর্থতার কথা স্বিকার করতে হবে। সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, দেশের রাজনীতি বিনাশের পথে। মাত্র তিনটি দল বিদ্যমান। যারমধ্যে জাতীয় পার্টি একটি। আগামী সাধারণ নির্বাচনকে সামনে রেখে আমরা সব জায়গায় দলীয় প্রার্থী মনোনয়ন দিচ্ছি।
পরে তিনি রংপুর সিটি করপোরেশন মিলনায়তনে মেয়র, কাউন্সিলর ও কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেন।