মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ০৭:০৮ পূর্বাহ্ন

সরকারি নির্দেশনা উপেক্ষা করে হবিগঞ্জে কিন্ডারগার্টেনে চলছে পাঠদান ও পরীক্ষা

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : রবিবার, ১৩ জুন, ২০২১
  • ২০৭ বার পঠিত
অপু আহমেদ রওশন হবিগঞ্জ প্রতিনিধিঃ
করোনা সংক্রমণের কারণে সারা দেশে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হলেও হবিগঞ্জ শহরে  সরকারি বিধিনিষেধ উপেক্ষা করে কিন্ডারগার্টেনগুলোতে পাঠদান ও পরীক্ষা চলছে। স্কুলের শিশু শিক্ষার্থীদের সকাল থেকে বিকাল পর্যন্ত ক্লাস করানোসহ পরীক্ষা নেয়া হচ্ছে। দ্বিতীয় দফায় করোনাভাইরাস সংক্রমণ এখনো রয়েছে। এর মধ্যেই সরকারি ঘোষণা অনুযায়ী ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রয়েছে। কিন্তু হবিগঞ্জে সেই সরকারি নির্দেশনা উপেক্ষা করেই চলছে পাঠদান।
তবে শহরের মাউন্ট এভারেস্ট কেজি এন্ড হাই স্কুল নামের কিন্ডারগার্টেন স্কুলের এক পরিচালক পলাশ পাল জানান, করোনাভাইরাসের কারণে হবিগঞ্জে কিন্ডারগার্টেন বন্ধ রয়েছে। অভিভাবকদের অনুরোধে ক্লাস ও পরীক্ষা নেয়া হচ্ছে
সরেজমিনে গিয়ে দেখা গেছে, হবিগঞ্জ পৌর এলাকায় কয়েকটি কিন্ডারগার্টেন সুকৌশলে প্রধান ফটকে তালা দিয়ে ভেতর কক্ষে ক্লাস ও পরীক্ষা নিচ্ছে। এমনকি শুক্রবার ছুটির দিনেও তাদের শিক্ষা কার্যক্রম চালাচ্ছে। তবে অধিকাংশ শিক্ষক ও শিশু শিক্ষার্থীর মুখে মাস্ক ছিল না। ছিলো না শারীরিক দূরত্বও। এ ব্যাপারে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জানান, কোনো স্কুলে গোপনে ক্লাস নেয়ার বিষয়েও তিনি কিছুই জানেন না। তবে কোনো শিক্ষাপ্রতিষ্ঠানের কর্তৃপক্ষ এর ব্যতিক্রম ঘটালে সঠিক তদন্তপূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

এ জাতীয় আরো খবর..