সরকারি গাড়িতে পার্কে ঘুরতে যাওয়ার মিথ্যা সংবাদ প্রকাশ করে ইউএনও’কে বিভ্রান্ত করার চেষ্টা
মোঃ তুহিন (চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি)
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার নিশাত আনজুম অনন্যার বিরুদ্ধে রাজশাহী গোদাগাড়ী উপজেলার সাফিনা পার্কে ঘুরতে যাওয়া নিয়ে মিথ্যা সংবাদ প্রচার Iএ বিষয়ে গোমস্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা নিশাত আনজুম অনন্যা বলেন আমি গত (১৭ এপ্রিল) বৃহস্পতিবার বিকালে রাজশাহী জেলার গোদাগাড়ী উপজেলার সাফিনা পার্কে পরিদর্শনে যাই। আমার উপজেলায় ভালো বিনোদন কেন্দ্র নেই। সাফিনা পার্ক এর মত বৃহৎ পরিসরে না হলেও ক্ষুদ্র পরিসরে এধরণের বিনোদনকেন্দ্র নির্মানের প্রয়োজনীয় তথ্যের জন্য ইতোপূর্বে ম্যানেজমেন্ট এর সাথে ইনফর্মাল আলাপ হয়েছে। গতকাল কর্মচারী, সুপারভাইজারসহ অভ্যন্তরীণ ম্যানেজমেন্ট দেখা হয়। উল্লেখ্য প্রশাসনের কর্মকর্তাদের জন্য পার্ক কর্তৃপক্ষ টিকিট ফ্রি করলেও গোমস্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা টিকিট কেটে পার্কে প্রবেশ করেন। গোমস্তাপুর উপজেলায় দৃষ্টিনন্দন পার্ক করতে গেলে কেমন অর্থ ব্যয় হবে এসব বিষয় নিয়ে ধারণা নেয়া হয় ।সরকারি গাড়িতে পরিবারের সদস্য থাকার বিষয়টি জানতে চাইলে তিনি জানান দর্শনার্থী আমার গাড়ির পাশে দাঁড়িয়ে ছিল। তাছাড়া আমার সাথে এরকম বিনোদন কেন্দ্রে আমার পরিবার বা বাচ্চা যেতেই পারে। তিনি আরো বলেন আমার পারিবারিক গাড়ি আছে। আমার পরিবার ট্রেনেও চলাচল করে এবং পারিবারিক ভ্রমণে সরকারি গাড়ি ব্যবহারের কোন প্রয়োজন নেই। কিছু হলুদ সাংবাদিক রাজনৈতিক মদদপুষ্ট হয়ে অপপ্রচার করে কর্মক্ষেত্রে প্রতিবন্ধকতা তৈরি করছে। সরকারি গাড়ি অন্য জেলায় নিয়ে যাওয়ার বিষয়টি জানতে চাইলে ইউএনও নিশাত আনজুম অনন্যা বলেন ,যেহেতু চাঁপাইনবাবগঞ্জ জেলা রাজশাহী বিভাগের অন্তর্গত সেহেতু যেকোন সরকারি কাজে রাজশাহী রুটে যেতে পারে বলে জানান তিনি। উল্লেখ্য, নিজ স্বার্থ হাসিল করতে না পেরে একটি অসাধু চক্র টাকা দিয়ে কয়েকজন হলুদ সাংবাদিকদের কাজে লাগিয়ে বানোয়াট ও ভিত্তিহীন সিরিজ নিউজ করাচ্ছেন। প্রসঙগত: এদিন সকাল ১১ টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা স্থানীয় রাজনীতিবিদ এবং সাংবাদিকদের সাথে সকল কর্মকর্তাসহ মতবিনিময় সভায় সত্য সংবাদ পরিবেশনের আহ্বান জানান। এছাড়া স্থানীয় রাজনৈতিক ব্যক্তিবর্গসহ সকল শ্রেণি পেশার মানুষকে অন্তর্বতীকালীন এ সরকারকে সহযোগিতার জন্য আহ্বান জানান।