বিশেষ প্রতিনিধি সারোয়ার মৃধা ঃঃ নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র ডাক্তার সেলিনা হায়াত আইভীর মায়ের মৃত্যুতে তাঁর বাসায় উপস্থিত হয়ে সমবেদনা জানিয়েছেন নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য সেলিম ওসামন। এ সময় মেয়র আইভী তাঁর মায়ের জন্য দোয়া কামনা করেন। এমপি সেলিম ওসমান মেয়র আইভীর সাথে সমবেদনা জ্ঞাপন করেন এবং তাঁর মাথায় হাত দিয়ে দোয়া করেন।
রোববার ২৫ জুলাই রাত সাড়ে ৯টায় এমপি সেলিম ওসমান দেওভোগে মেয়র আইভীর বাস ভবনে গিয়ে তাঁর সাথে সমবেদনা জ্ঞাপন করেন। এ সময় তাঁর সাথে ছিলেন নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ এর সভাপতি খালেদ হায়দার খান কাজল।
এর আগে বাদ এশা মেয়র আইভীর বাসভবনের অদূরে অবস্থিত বাইতুন নূও জামে মসজিদে মরহুমার জানাজার নামাজে অংশ নিয়েছেন এমপি সেলিম ওসমান।
উল্লেখ্য, মেয়র আইভীর মাতা মমতাজ বেগম(৭০) ২৫ জুলাই রোববার বিকেল পৌনে ৫টায় তিনি শহরের দেওভোগের বাসায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন,(ইন্নাল্লিাহি…রাজিউন)। তিনি গত কয়েকদিন ধরেই বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। মৃত্যুকালে তিনি ৫ সন্তান সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
Like this:
Like Loading...
Related
এ জাতীয় আরো খবর..