সভাপতি লিপন, সাধারণ সম্পাদক তৌহিদুল, সাংগঠনিক মুকিত, পলাশবাড়ী আওয়ামীলীগের ৫ সদস্যের কমিটি
মোঃ এনামুল হক
গাইবান্ধা জেলার পলাশবাড়ী উপজেলা আওয়ামীলীগের কমিটি ঘোষণা করেছেন কেন্দ্রীয় ও জেলা নেতৃবৃন্দ। নব গঠিত কমিটির সভাপতি উপাধ্যক্ষ শামিকুল ইসলাম লিপন, সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম মন্ডল,সাংগঠনিক সম্পাদক মহিবুল হাসান মুকিত,সহ সভাপতি অধ্যক্ষ স্যাইফুলার রহমান চৌধুরী তোতা,যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম বাবু। ৫ সদস্যের কমিটি ঘোষণা।।
সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে জেলা আওয়ামীলীগের সভাপতি এ্যাড.সৈয়দ শামস উল আলম হিরু সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবু বক্কর সিদ্দিকের পরিচালনায় কাউন্সিল অধিবেশনে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সাখাওয়াত হোসেন শফিক। সম্মেলন বক্তব্য রাখেন, কেন্দ্রীয় আওয়ামী লীগের সদস্য ও সাবেক এমপি হোসনে আরা লুৎফা ডালিয়া, কেন্দ্রীয় আওয়ামী লীগের সদস্য এ্যাড: সফুরা বেগম রুমি, বাংলাদেশ কৃষক লীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক এ্যাড: উম্মে কুলসুম স্মৃতি এমপি, জেলা আওয়ামী লীগের সভাপতি এ্যাড: সৈয়দ সামছউল আলম হিরু, সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিক, পলাশবাড়ি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শামিকুল ইসলাম লিপন সহ জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের আওয়ামীলীগের নেতৃবৃন্দ।
সম্মেলনের প্রথম অধিবেশনে পূর্বের কমিটি বিলুপ্ত করেন জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আবু বক্কর সিদ্দিক। নতুন কমিটির সিদ্ধান্তের অপেক্ষার প্রহর শেষ হলো উপজেলা আওয়ামীলীগের নেতাকর্মীগণের।