সন্ত্রাসীদের হামলায় দুই সাংবাদিক আহতের ঘটনায় নারায়ণগঞ্জ ডিসির দুঃখ প্রকাশ
এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ
নারায়ণগঞ্জের ফতুল্লায় সংবাদ সংগ্রহকালে সন্ত্রাসী হামলার শিকার হয়েছেন দৈনিক উজ্জীবিত বাংলাদেশ-এর বার্তা সম্পাদক মিলন বিশ্বাস হৃদয় ও ফটো সাংবাদিক হাবিব খন্দকার।
রোববার (৪ মে) তিনটার দিকে ফতুল্লার মাসদাইর এলাকায় এ হামলার ঘটনা ঘটে। এঘটনায় দুঃখ প্রকাশ করেছেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা। তিনি এঘটনার তদন্তপূর্বক ব্যবস্থা নেয়ার আশ্বাস দেন। আহত দুই সাংবাদিকের চিকিৎসার খোঁজ খবর নেন এবং তাদের পাশে থাকার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।
জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞার পক্ষে নির্দেশে এন ডি সি মোহাম্মদ তামশিদ ইরাম খান ও নাজির মোঃ কামরুল ইসলাম ৩০০ শয্যা হাসপাতাল খানপুর মিলন বিশ্বাস হৃদয়কে দেখতে যান এবং তার চিকিৎসার খোঁজ খবর নেন। সাংবাদিকের ওপর আক্রমণকারী সন্ত্রাসীদের দৃষ্টান্তমূলক এবং খুব দ্রুত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান। যাতে আর কোন দিন কোন সাংবাদিকের উপর কোন সন্ত্রাসীরা হামলা করার সাহস করতে না পারে।