সন্ত্রাসীদের গডফাদার নুর আজিম সহযোগী রিয়াজুল অস্ত্র-গোলাবারুদসহ গ্রেফতার
বরুণ কান্তি মন্ডল, খুলনা বিভাগীয় ব্যুরো প্রধান
খুলনা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা বিভাগের একটি চৌকস আভিযানিক টীম ১ জানুয়ারি গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা মহানগরীতে একটি বিশেষ অভিযান পরিচালনা করে খুলনা মহানগরীর ত্রাস এবং সন্ত্রাসীদের গডফাদার নুর আজিম (২৮) পিতা-শানু মহরী, সাং-দক্ষিণ টুটপাড়া ৮/১ মহিরবাড়ী মোড়, ইস্ট সার্কুলার রোড, থানা-খুলনা সদর এবং তার সহযোগী শীর্ষ সন্ত্রাসী রিয়াজুল ইসলাম দাদা মিয়া (৩৫), পিতা-বাবুল মাতুব্বর, সাং-গোয়াবাড়িয়া মাতুব্বর বাড়ি, থানা-মোড়েলগঞ্জ, জেলা বাগেরহাট এ/পি সাং-নিরালা কাশেমনগর, থানা-খুলনা সদর,খুলনাদ্বয়কে অবশেষে গ্রেফতার করতে সক্ষম হয়েছে। খুলনা মহানগরীর ত্রাস নুর আজিম বাহিনী প্রধান শীর্ষ সন্ত্রাসী নুর আজিম এবং তার সহযোগী রিয়াজুলকে খুলনা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা বিভাগের প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা এক পর্যায়ে তাদের নিয়ন্ত্রণে থাকা অস্ত্র-গোলাবারুদ সম্পর্কে তথ্য প্রকাশ করে। সে তথ্য মোতাবেক খুলনা সদর থানাধীন দক্ষিণ টুটপাড়া এবং পূর্ব বানিয়াখামার এলাকায় অভিযান পরিচালনা করে উভয় শীর্ষ সস্ত্রাসীদের হেফাজতে থাকা ১টি বিদেশী একনলা ১২ বোর এর কাটা বন্দুক, ৪ রাউন্ড কার্তুজ এবং ২ রাউন্ড গুলি ভর্তি ম্যাগজিনসহ ১টি বিদেশী পিস্তল উদ্ধার করা হয়। পরবর্তীতে তাদের বিরুদ্ধে খুলনা সদর থানায় অস্ত্র আইনে পৃথক ২টি মামলা রুজু করা হয়। এ সংক্রান্ত ব্যাপারে খুলনা মেট্রোপলিটন পুলিশের সদর দপ্তরে বৃহস্পতিবার সকালে একটি প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়। এ সময়ে খুলনা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার আবু রায়হান মোঃ সালেহ গণমাধ্যমকর্মীদের জানান, উদ্ধারকৃত অবৈধ অস্ত্র দ্বারা আসামীদ্বয় সাম্প্রতিক সময়ে কোন অপরাধজনক ঘটনা সংঘটিত।