মঙ্গলবার, ০৭ জানুয়ারী ২০২৫, ০৮:০৭ অপরাহ্ন

সন্তানদের নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে -মনোরঞ্জন শীল গোপাল এমপি

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : শনিবার, ৯ অক্টোবর, ২০২১
  • ১২৩ বার পঠিত

সন্তানদের নৈতিক শিক্ষায়
শিক্ষিত করতে হবে
-মনোরঞ্জন শীল গোপাল এমপি
================
মনিরুল ইসলাম মানিক ॥- দিনাজপুর-১ আসনের সংসদ সদস্য ও হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের সিনিয়র সহ-সভাপতি মনোরঞ্জন শীল গোপাল বলেছেন, ধর্ম মানুষকে সুন্দর করে। ধর্ম মানুষকে সমৃদ্ধি করে। প্রকৃত ধর্ম আরেকজনকে সম্মান করতে শেখায়। নৈতিকতা ও মূল্যবোধ ধর্মের মূল শিক্ষা। ধর্মীয় চর্চা বা অনুভূতি একজন মানুষকে সকল মনুষ্যত্বের গুণের অধিকারী করে। ধর্মপ্রাণ মানুষ প্রত্যেকটি মানুষের কল্যাণ কামনা করে। তাই সন্তানদের নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে।
আসন্ন শারদীয় দুর্গাপুজা ২০২১ উদযাপন উপলক্ষ্যে ৮ অক্টোবর শুক্রবার কাহারোল উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা পূজা উদযাপন পরিষদের আয়োজনে সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল মহোদয় এর ব্যক্তিগত তহবিল হতে রামকৃষ্ণ গ্রামীণ শিক্ষা ও গীতা চর্চা প্রকল্পের শিক্ষাক/শিক্ষিকাদের মাঝে অনুদানের অর্থ প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এমপি গোপাল এসব কথা বলেন।
এসময় ৭০ জন শিক্ষাক/শিক্ষিকাদের মাঝে ২ হাজার টাকা করে ১ লাখ ৪০ হাজার টাকা প্রদান করেন এমপি গোপাল।
উপজেলা নির্বাহী অফিসার মনিরুল হাসান এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা আব্দুল মালেক সরকার, উপজেলা আওয়ামী লীগের সভাপতি এ কে এম ফারুক, উপজেলা পুজা উদযাপন পরিষদের সভাপতি রাজেন্দ্র দেবনাথ, ওসি রইচ উদ্দিন, দিনাজপুর মন্দির ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের সহকারী প্রকল্প পরিচালক মো. মশিউর রহমান উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও ইউপি চেয়ারম্যান সঞ্জয় কুমার মিত্র।
অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলা পুজা উদযাপন পরিষদের সাধারন সম্পাদক সুকুমার রায়।
এর আগে বিরল ও বোচাগঞ্জ উপজেলায় হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্ট এর আয়োজনে বিভিন্ন মন্দিরে প্রধানমন্ত্রী’র প্রদত্ত অনুদানের চেক বিতরণ করেন প্রধান অতিথি দিনাজপুর-১ আসনের সংসদ সদস্য ও হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের সিনিয়র সহ-সভাপতি মনোরঞ্জন শীল গোপাল।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

এ জাতীয় আরো খবর..