বুধবার, ১৫ অক্টোবর ২০২৫, ০৬:০৭ পূর্বাহ্ন

সড়ক দুর্ঘটনা রোধে পরিবহন ব্যবস্থাকে সবুজ ছাতার নিচে আনার চেষ্টা করছি : ডিসি মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৪ অক্টোবর, ২০২৫
  • ৬ বার পঠিত

সড়ক দুর্ঘটনা রোধে পরিবহন ব্যবস্থাকে সবুজ ছাতার নিচে আনার চেষ্টা করছি : ডিসি মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা

এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ

নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেছেন, “গ্রীন অ্যান্ড ক্লিন কর্মসূচির আওতায় আমরা পরিবহন ব্যবস্থাকে একটি সবুজ ছাতার নিচে আনার চেষ্টা করছি। আমাদের প্রশাসনের যে ড্রাইভার আছে, তাদের নির্দিষ্ট কোন সময় নেই। ফলে তাদের চাপ নিয়ে গাড়ি চালাতে হয়। এজন্য আমরা ট্রেনিংয়ের ব্যবস্থা করেছি, যাতে চাপমুক্ত থেকে গাড়ি চালাতে পারে। যারা গাড়ি চালান, গাড়ি হচ্ছে তাদের জীবিকার মূল উৎস। আমরা গাড়ি চালাচ্ছি গাড়ির টাইমওভার হয়ে গিয়েছে কিনা সেটা খেয়াল করতে হবে। আপনারা যেমন শরীরের উপর যত্ন নিবেন ঠিক তেমনি গাড়ির উপর যত্ন নিতে হবে।”

মঙ্গলবার (১৪ অক্টোবর) সকালে নারায়ণগঞ্জ বিআরটিএ এর আয়োজনে নারায়ণগঞ্জ গ্ৰীণ এন্ড ক্লীন কর্মসূচির আওতায় সুপারভাইজার, চালক, কন্ট্রাক্টর ও হেলপারদের‌ বিশেষ প্রশিক্ষণ কর্মশালায় জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা এসব কথা বলেন।

অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট নিলুফা ইয়াসমিনের সভাপতিত্বে ও বিআরটিএ নারায়ণগঞ্জ এর সহকারী পরিচালক মাহবুবুর রহমান এর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সিভিল সার্জন ডাঃ আফম মুশিউর রহমান, টিআই (প্রশাসন) মোঃ আব্দুল করিম শেখ।
এসময় বক্তব্য রাখেন, বাস মিনিবাস ও দুরপাল্লার বাস মালিক সমিতির সভাপতি রওশন আলী সরকার,

নারায়ণগঞ্জে পেশাদার চালক ও হেলপারদের দক্ষতা বৃদ্ধি ও সড়ক দুর্ঘটনা রোধে বিশেষ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসন, বিআরটিএ এবং গ্রিন অ্যান্ড ক্লিন নারায়ণগঞ্জ কর্মসূচির উদ্যোগে এই প্রশিক্ষণগুলো আয়োজিত হয়। প্রশিক্ষণে ট্রাফিক আইন, বিধি-নিষেধ, নিরাপত্তা ও সচেতনতা বাড়ানোর বিষয়গুলো অন্তর্ভুক্ত করা হয় এবং প্রশিক্ষণের পর চালক ও হেলপারদের ইউনিফর্ম ও পরিচয়পত্রও দেওয়া হয়েছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

এ জাতীয় আরো খবর..