“দৈনিক সকালে বাংলাদেশ” পত্রিকার ২৪ বর্ষসেরা রিপোর্টার সম্মাননা ভূষিত হলেন কাকন সরকার
নিজস্ব প্রতিবেদক:
ঢাকা থেকে প্রকাশিত দৈনিক ‘সকালের বাংলাদেশ’ প্রতিকায় সাংবাদিকতায় অবদান রাখায় ৫ সাংবাদিককে বর্শসেরা রিপোর্টার সম্মাননা প্রদান করা হয়েছে। সম্মাননা প্রাপ্ত সাংবাদিকরা হলেন- শেরপুর জেলা প্রতিনিধি কাকন সরকার, আমতলী উপজেলা প্রতিনিধি মাইনুল ইসলাম রাজু, তাহিরপুর উপজেলা প্রতিনিধি রোকন উদ্দিন, মাদারীপুর জেলা প্রতিনিধি গোলাম সারোয়ার নাদিম, বিশেষ প্রতিনিধি শেখ আবদুর রশিদ। এছাড়াও মোঃ রুবেল মুন্সিকে সেরা বিজ্ঞাপনদাতার পুরস্কার প্রদান করা হয়।
আজ শুক্রবার (৩ জানুয়ারি) রাজধানীর মিরপুর-৬ এর পিৎজা স্থান রেস্টুরেন্টের হল রুমে এ সম্মাননা প্রদান করা হয়।
এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন দৈনিক সকালের বাংলাদেশ প্রত্রিকার সম্পাদক ও প্রকাশক মাজহারল ইসলাম।
বিশেষ প্রতিনিধি শেখ আব্দুর রশিদের সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন দৈনিক রুপালীদেশ পত্রিকার সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আবদুল মালেক মনি। এবং বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন আজকের তরুণকণ্ঠ এর সম্পাদক ও প্রকাশক মাহমুদুল হাসান ও পরিচালক ও প্রযোজক এবং সোনামণি প্রকাশনী কর্ণধার মোহাম্মদ ফিরোজ খান।
এ সময় আরো বক্তব্য রাখেন, দৈনিক সকালে বাংলাদেশ এর চট্রগ্রাম ব্যুরো চিফ সিরাজুল মনির, দৈনিক রুপোলীদেশ পত্রিকার ক্রাইম রিপোর্টার মাসুম বিল্লাহ, সাংবাদিক মামুন মিয়া সহ প্রমুখ।
এ সময় আরো উপস্থিত ছিলেন, দৈনিক সকালের বাংলাদেশ পত্রিকার সহ সম্পাদক মোঃ মামুন মিয়া, যুগ্ন বার্তা সম্পাদক মোঃ তালহা জমাদার, বিশেষ প্রতিনিধি নাঈমুর রহমান নবাব, নুরুন্নাহার, রিপোর্টার ইলিয়াস আহমেদ, মোঃ কামরান সহ অন্যান্য সাংবাদিকবৃন্দ প্রমুখ।
সিনিয়র সাংবাদিকরা নবীন সাংবাদিকদের দিক নির্দেশনা ও নিজেদের সাংবাদিকতার জীবনের নানান অভিজ্ঞতার বর্ণনা দেন। আলোচনা শেষে উল্লেখিত ৫ সাংবাদিকের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন অতিথিবৃন্দ।
প্রদান অতিথি বীর মুক্তিযোদ্ধা আবদুল মালেক মনি ও বিশেষ অতিথি সম্পাদক ও প্রকাশক মাহমুদুল হাসান এর হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন দৈনিক সকালের বাংলাদেশ পত্রিকার সম্পাদক ও প্রকাশক সহ সাংবাদিক নেতৃবৃন্দ।