সোহেল রানা হাওলাদার চিফ রিপোর্টার : দেশবাসী সহ সকল সাংবাদিকদের ইংরেজি নতুন বছরের শুভেচ্ছা জানিয়েছেন ফেডারেশন অব বাংলাদেশ জার্নালিস্ট অর্গানাইজেশন (এফবিজেও) এর মহাসচিব মোঃ শামছুল আলম।
শুভেচ্ছা বার্তায় এফবিজেও এর মহাসচিব মোঃ শামছুল আলমবলেন, ২০২২ ইং কে বিদায় জানিয়ে ২০২৩ ইং কে স্বাগতম জানানোর মধ্য দিয়ে পেয়েছি আমরা একটা নতুন বছর। নববর্ষ মানেই সকলের মাঝে জাগায় প্রাণের নতুন স্পন্দন, নতুন আশা,নতুন সম্ভাবনা। বিগত বছরের সুখ-দুঃখ, আনন্দ-বেদনা পেছনে ফেলে নতুন বছরে অমিত সম্ভাবনার পথে এগিয়ে যাওয়া।
নতুন বছর হোক নতুন শপথে চলার অঙ্গীকার। আগামীর দিন গুলো আমাদের জন্য হোক শান্তির। আনন্দের ও নিরাপদ। মানুষ মানুষের ভালোবাসার বন্ধন সুদৃঢ় হোক আলোকিত দেশের মানুষের জীবন হোক স্বস্তির দীপ্তিময় ও নিমর্ল আনন্দের। বিজয়ের মাস পেরিয়ে ইংরেজি ২০২২ ইং সালকে বিদায় জানিয়ে।বিদায়ের বেদনায় হলেও নববর্ষকে আমরা সবাই শুভেচ্ছা ও স্বাগতম জানাই সকল ভেদাভেদ ভুলে নতুন বছরকে কাটুক অনাবিল আনন্দে তাই দেশবাসী সহ সকল সাংবাদিকদের আবার ও জানাই ইংরেজি নববর্ষের শুভেচ্ছা।