মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ০৭:৫৭ অপরাহ্ন

সংবাদপত্র হলো সমাজের দর্পণ মানে আয়না সমাজে যা ঘটছে তা পাঠকের সামনে তুলে ধরাই সংবাদপত্রের কাজ

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : শনিবার, ১৯ জুন, ২০২১
  • ১৮১ বার পঠিত

 

বিশেষ প্রতিনিধি সারোয়ার মৃধা  ঃঃঃঃ
 ব্যতিক্রম শুধুই
সাংবাদিকরা
ডাক্তারের কাছে যান আপনি, ভিজিট নেবে কেউ ৫০০ টাকা। কেউ হাজার টাকা। কেউবা আরো বেশি। উকিলের কাছে যান, সেখানেও পরামর্শ ফি নেয়া হবে। মামলা তো পরের কথা। বাড়ি বানাবেন? ইঞ্জিনিয়ারের কাছে যান ডিজাইন নিয়ে আলোচনা করতে সেখানেও দিতে হবে ফি। আর ডিজাইন করার ফি তো লাখ টাকা। থানায় জিডি করতে যাবেন? সেখানেও দিতে হবে টাকা। অন্য বিষয়গুলো এখানে বাদই দিলাম। আবার বিজ্ঞাপন দিয়েও অনেক প্রতিষ্ঠান টাকার বিনিময়ে পরামর্শ দেয়। বিদেশে পড়তে যাবেন? কোথায় কীভাবে কি করতে হবে-এ পরামর্শ দিয়ে নিয়ে নেয় হাজার হাজার টাকা। ইদানীং আইটি সেক্টরেও এমন কনসালটেন্সি ফার্ম গড়ে উঠেছে। আর বিশেষ কিছু এনজিও রয়েছে যারা ফি নিয়ে বিভিন্ন পরামর্শ দেয়। একমাত্র সাংবাদিক পেশায় কোনো ফি ছাড়াই অসহায়, নির্যাতিত মানুষের পক্ষে দিনের পর দিন কলম যুদ্ধ চালিয়ে যাচ্ছে সাংবাদিকরা। তারা পরম মমতায় নির্যাতিতদের কথা তুলে ধরেন পাঠকের সামনে। অসহায়দের সহায় হয়ে পাশে দাঁড়ান।
প্রায়ই সাধারণের মুখোমুখি হলে একটি প্রশ্ন শুনতে হয়। তা হলো- এ রিপোর্টটি ছাপাতে কত টাকা লাগবে? আসলে সংবাদপত্র সম্পর্কে না জানার ফলে তারা এ প্রশ্ন ছুড়ে দেন। যখন বলা হয়, রিপোর্ট ছাপাতে টাকা লাগে না তখন তারা অবাকই হন। দেশের বেশির ভাগ মানুষই সংবাদপত্র সম্পর্কে অবগত নন। তারা মনে করেন রিপোর্ট ছাপতে হলে টাকা লাগে। তারা এটা জানেন না, সংবাদপত্র হলো সমাজের দর্পণ। মানে আয়না। সমাজে যা ঘটছে তা পাঠকের সামনে তুলে ধরাই সংবাদপত্রের কাজ। আর সাংবাদিকরা কোনো ঘটনার তথ্য বের করে আনেন কষ্ট করে। শ্রম আর মেধা দিয়ে রিপোর্ট তৈরি করেন। পাঠকের কাছে একটি রিপোর্ট সুপাঠ্য করে তুলে ধরতে পত্রিকা অফিসে অনেক বিভাগ রয়েছে। যারা রিপোর্ট নিয়ে কাজ করেন। পাঠকের কাছে সেরাটা তুলে ধরার চেষ্টা করেন। এখন প্রশ্ন হলো- সংবাদপত্র উপার্জন করে কীভাবে? এতো সাংবাদিক-কর্মচারীর বেতন দেয় কীভাবে? সংবাদপত্রের উপার্জনের মাধ্যম হলো বিজ্ঞাপন। পত্রিকায় বিজ্ঞাপন ছাপা হয় ইঞ্চি হিসেবে। সরকারি বিজ্ঞাপন যেমন আছে, তেমনি রয়েছে বেসরকারি বিজ্ঞাপন। আবার পৃষ্ঠা হিসেবে বিজ্ঞাপনের টাকার তারতম্য রয়েছে। প্রথম পৃষ্ঠায় ছাপালে একরকম মূল্য। শেষ পৃষ্ঠায় ছাপালে একরকম মূল্য। ভেতরের পাতায় একরকম মূল্য। রঙিন পাতায় একরকম মূল্য, সাদাকালো পাতায় একরকম মূল্য। রাজধানী থেকে প্রকাশিত প্রথম সারির পত্রিকাগুলো বিজ্ঞাপনের মাধ্যমে লাখ লাখ টাকা আয় করছে। যা দিয়ে সাংবাদিক-কর্মচারীদের বেতন-ভাতা দিচ্ছে। আবার অন্যসব খরচ মেটাচ্ছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

এ জাতীয় আরো খবর..