সংবাদপত্র হচ্ছে রাষ্ট্রের পঞ্চম স্তম্ভ : আরিফ
হোসেন।।
মো এনামুল হক
দৈনিক পত্রিকাগুলোর পাশাপাশি অনলাইন পোর্টালের গুরুত্ব বেড়েছে। তাছাড়া মানুষ এখন ঘরে বসে এমনকি গণপরিবহনের হাতের মুঠোয় দেশ বিদেশের সব ধরণের খবরা খবর পাচ্ছে। এ ক্ষেত্রেও অনলাইনের ভূমিকা অপরিসীম। শুধু মাত্র একটি অ্যানড্রয়েট ফোন থাকলেই এসব সম্ভব বলে মন্তব্য করেন গোবিন্দগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আরিফ হোসেন।তিনি বলেন, সংবাদপত্র রাষ্ট্রের পঞ্চম স্তম্ভ। অন্য চারটি স্তম্ভ যেমন গুরুত্ব বহন করে পঞ্চম স্তম্ভটিও ঠিক তেমনি দেশ ও জাতীর জন্য কাজ করে।
“দশের খবর ডটকম” দেশ ও জাতীর কল্যাণে নিবেদিত থেকে কাজ করছে।ন্যায় ও সত্য প্রকাশে অবিচল থেকে লক্ষ্যে পৌঁছার কামনা করে তিনি সার্বিক সহযোগিতার প্রতিশ্রুতি দেন।
“দশের খবর ডটকম”-এ চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গোবিন্দগঞ্জ উপজেলা পরিষদ মিলনায়তনে মঙ্গলবার বেলা ১১ টায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে ইউএনও আরিফ হোসেন এ কথাগুলো বলেন।
দশের খবর ডটকমের সম্পাদক আব্দুল হান্নান আকন্দ সভাপতিত্বে ও প্রভাষক ফিরোজ খানম নুন এর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি ছিলেন,উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার (পআইও) মোঃ জহিরুল ইসলাম, খাদ্য নিয়ন্ত্রক স্বপন কুমার দে, গোবিন্দগঞ্জ নাগরিক কমিটির আহবায়ক এম এ মোতিন মোল্লা, সাপ্তাহিক পলাশবাড়ী পত্রিকার সম্পাদক উত্তম কুমার কর্মকার ও গোবিন্দগঞ্জ প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ মঞ্জুরুল হক সেলিম।
এ সময়।অন্যান্য মধ্যে উপস্থিত ছিলেন প্রেস ক্লাবের সাবেক সাধারন সস্পাদক প্রভাষক রাহেনুল হক সরকার,জাতীয় সাংবাদিক সংস্থার সাধারন সস্পাদক সাজাদুর রহমান সাজু, সিনিয়র সাংবাদিক শামীম রেজা ডাফরুল,তাহেদুল ইসলাম প্রমুখ।
আলোচনা সভার শুরুর পূর্বে পবিত্র কোর আন তেলাওয়াত করেন আলহাজ্ব মোঃ শাহজাহান সর্দার, গীতা পাঠ করেন উত্তম কুমার।পরে অতিথিদের ফুলেল শুভেচ্ছা জানিয়ে বরণ করে নেয় দশের খবর পরিবার।কেক কাটার মধ্যে দিয়ে আলোচনাসভা শুরু করা হয়।