ষড়যন্ত্রের শিকার হয়েছেন জাহাংগীর কবির বাবু, প্রধান সহকারী, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর৷
জেলা প্রতিনিধি, জামালপুর
বিগত কয়েকদিন যাবত ফেসবুকে এবং ফেসবুক পেইজে জাহাঙ্গীর কবির বাবুর বিরুদ্ধে অনেকেই লিখছেন এ বিষয়ে জাহাঙ্গীর কবির বাবুর কাছে জানতে চাইলে তিনি বলেন আমি গভীর ষড়যন্ত্রের শিকার হয়েছি এ বিষয়ে তিনি তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান সাংবাদিকদের কাছে তিনি দাবি জানান সত্যকে তুলে ধরার জন্য আমার নামে মিথ্যা ষড়যন্ত্র চলছে ৷
তিনি আরো বলেন গুজবে বলা হচ্ছে যে আমি কোটি কোটি টাকার মালিক হয়েছি আমি নাকি বিলাসবহুল বাড়ি গাড়ি করেছি কিন্তু আমি এখনো থাকি ৷ অফিসের কোয়াটারে জীবনে কষ্ট করে বেতনের টাকা থেকে অল্প অল্প করে জমিয়ে আমি একটা বাইক কিনেছিলাম সে বাইক আজও আছে এটা কেউ কিছু কুচক্র মহল বলছে আমি কোটি কোটি টাকা কামিয়েছি দামি দামি গাড়ি কিনেছি ৷
আমি একজন সরকারি চাকরিজীবী যার ফলে আমার অফিসে বিভিন্ন দলীয় লোক আসে কাজের জন্য কিন্তু কিছু কুচক্রমহল বলে চলেছে যে আমি আওয়ামী লীগের ডান বাম হাত ছিলাম এটা সম্পূর্ণ মিথ্যা
আমি সরকারি চাকরিজীবী নিয়ম অনুযায়ী আমি কোন দল করতে পারি না কাজের জন্য আমার অফিসে বিভিন্ন দলের লোক আসে ঠিক এটারই সুযোগ নিয়ে কিছু কুচক্র মহল আমার মানহানি করার চেষ্টা
করছে উপস্থিত সম্মানিত সাংবাদিক ভাইদের কাছে আমার আবেদন এসব মিথ্যা বানোয়াট গুজবের হাত থেকে আমাকে রক্ষা করুন সত্যকে তুলে ধরুন সত্যের জয় হবেই ৷