বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪, ১০:৩৮ পূর্বাহ্ন

শ্রীমঙ্গল থানায় নবাগত ওসির যোগাদান

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৯ সেপ্টেম্বর, ২০২১
  • ১৬৫ বার পঠিত

 

শ্রীমঙ্গল থানায় নবাগত ওসির যোগাদান
সিনিয়র স্টাফ রিপোর্টার শাহাদাত হোসেন শাওন : শ্রীমঙ্গল থানার নতুন অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে যোগদান করেছেন মো.শামীম অর রশীদ তালুকদার । ৬ সেপ্টেম্বর সোমবার সন্ধ্যায় তিনি শ্রীমঙ্গল থানার ওসি হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।
বাংলাদেশ পুলিশ বাহিনীতে ১৯৯১ সালে যোগদান করেন এই পুলিশ কর্মকর্তা। এর পূর্বে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) অধীনস্থ আদাবর থানা, দক্ষিণখান থানা, চকবাজার থানা এবং তেজগাঁও থানায় সুনামের সাথে দায়িত্ব পালন করেছেন। মৌলভীবাজার জেলার পুলিশ সুপার  কার্যালয়ে বদলী হওয়ায় শ্রীমঙ্গল থানার ওসি মো. আব্দুছ ছালেক সোমবার সন্ধ্যায়  তাকে দায়িত্বভার প্রদান করেন ।
শ্রীমঙ্গল থানার নবাগত ওসি মো. শামীম অর রশীদ তালুকদার জানান, বর্তমান করোনা পরিস্থিতি মোকাবেলায় সরকারের নিদের্শনা বাস্তবায়ন করতে সকল প্রচেষ্টা অব্যাহত থাকবে। জনগণের সঙ্গে জনসংস্পৃক্ততা রেখে এলাকায় অপরাধ কার্মকান্ড প্রতিরোধ করা হবে। সেই সাথে মাদক ও জুয়ার বিরুদ্ধে কঠোরভাবে কাজ করবো। সবার সহযোগিতায় আইন-শৃঙ্খলা স্বাভাবিক রাখতে চান তিনি।
ওসি মো. শামীম অর রশীদ তালুকদার টাঙ্গাইল জেলার  মির্জাপুর উপজেলার মহেড়া ইউনিয়নের গ্রামের এক মুসলিম পরিবারের  সন্তান বলে জানা যায়।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

এ জাতীয় আরো খবর..