শ্রীমঙ্গলে মে দিবসের বর্ণাঢ্য শোভাযাত্রা: “শ্রমিক-মালিক ঐক্যেই গড়বে উন্নত বাংলাদেশ”
রূপক দত্ত চৌধুরী, শ্রীমঙ্গল প্রতিনিধি
“মালিক-শ্রমিক একতা, দেশের উন্নয়নের ভিত্তি”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে শ্রীমঙ্গলে আন্তর্জাতিক শ্রমিক দিবস উদযাপিত হলো বর্ণাঢ্য শোভাযাত্রা ও সমাবেশের মধ্য দিয়ে। চা-বাগান, পরিবহন, পৌরসভা ও বিভিন্ন শিল্পপ্রতিষ্ঠানের শতাধিক শ্রমিক সংগঠনের অংশগ্রহণে শহরের প্রধান সড়কগুলো মুখরিত হয় শ্রমিকদের সংহতি ও দাবির কণ্ঠস্বরে।
সকাল ৯টায় পৌরসভা প্রাঙ্গণ থেকে শুরু হয় বর্ণিল শোভাযাত্রা, যা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পৌর চত্বরে বিশাল সমাবেশে রূপ নেয়। শ্রমিকদের হাতে উড়ছিল লাল-সবুজের পতাকা, ব্যানার ও ফেস্টুন, যেখানে লেখা—”ন্যায্য মজুরি চাই, কর্মক্ষেত্রে নিরাপত্তা চাই”। ব্যান্ড সংগীতের তালে তালে শ্রমিকদের জয়ধ্বনি আর স্লোগানে প্রকম্পিত হয় শ্রীমঙ্গলের আকাশ-বাতাস।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও সাবেক মেয়র মো. মহসিন মিয়া মধু। তিনি তার বক্তব্যে বলেন, “শ্রমিকদের অক্লান্ত পরিশ্রমেই আজকের বাংলাদেশ। মালিক-শ্রমিক সমন্বয় ছাড়া টেকসই উন্নয়ন সম্ভব নয়।”
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আতিকুর রহমান জরিপ, নেতা তারেক খন্দকার, ইয়াকুব আলী, জেলা যুবদলের সহ-সভাপতি কাজী আব্দুল গফুর ও নিয়ামুল হক তরফদার। এছাড়াও বক্তব্য রাখেন শ্রমিক নেতা মিছির আলী, পৌর শ্রমিকদলের সভাপতি মনিরুল ইসলামসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ।
শ্রমিক নেতা মিছির আলী বলেন, “কাগজে-কলমে শ্রমিক অধিকার থাকলেও বাস্তবে এর বাস্তবায়ন জরুরি। আমরা চাই সরকারি নীতিমালার পূর্ণ প্রয়োগ।”পৌর শ্রমিকদলের সভাপতি মনিরুল ইসলাম যোগ করেন, “শ্রমিকের ঘামে গড়া এই শহর, আমাদের ন্যায্য পাওনা আদায়েই মে দিবসের সার্থকতা।”
উৎসবমুখর পরিবেশে আয়োজিত এ অনুষ্ঠানে স্থানীয় ব্যবসায়ী, সুশীল সমাজ ও সাধারণ নাগরিকদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়। শ্রমিকদের দাবি ও সংহতির এই আয়োজন সামাজিক উন্নয়নে ঐক্যের বার্তা ছড়িয়ে দেয়।