বৃহস্পতিবার, ২২ মে ২০২৫, ১১:৩৩ অপরাহ্ন

শ্রীমঙ্গলে এনসিসি ব্যাংকের স্কুল ব্যাংকিং ক্যাম্পেইন: ডিজিটাল ব্যাংকিংয়ে শিক্ষার্থীদের হাতে-কলমে প্রশিক্ষণ

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২২ মে, ২০২৫
  • ৪ বার পঠিত

শ্রীমঙ্গলে এনসিসি ব্যাংকের স্কুল ব্যাংকিং ক্যাম্পেইন: ডিজিটাল ব্যাংকিংয়ে শিক্ষার্থীদের হাতে-কলমে প্রশিক্ষণ

শ্রীমঙ্গল প্রতিনিধি:

“ডিজিটাল লেনদেন শিখুন, নিরাপদে এগিয়ে যান” —এই স্লোগানকে সামনে রেখে এনসিসি ব্যাংক শ্রীমঙ্গল শাখার উদ্যোগে স্কুল ব্যাংকিং ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। শিক্ষার্থীদের আধুনিক ব্যাংকিং সেবা ও ডিজিটাল লেনদেনের সাথে পরিচিত করাতে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বৃহস্পতিবার (তারিখ) সকাল ১১টায় শ্রীমঙ্গল উপজেলার কলেজ রোডস্থ পল হ্যারিস রোটারি উচ্চবিদ্যালয়ের হলরুমে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে ৪০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে ব্যাংক অ্যাকাউন্ট খোলা, মোবাইল ব্যাংকিং, এটিএম ব্যবহারসহ ডিজিটাল লেনদেনের বিভিন্ন দিক হাতে-কলমে শেখার সুযোগ পায়। অংশগ্রহণকারীদের মাঝে শিক্ষাসামগ্রী ও পুরস্কার বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা দিল আফরোজ বেগম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এনসিসি ব্যাংক শ্রীমঙ্গল শাখার ব্যবস্থাপক মো. জিয়াউর রহমান, সহ-ব্যবস্থাপক মো. আশিকুর রহমান, শ্রীমঙ্গল রোটারি ক্লাবের সাবেক সভাপতি সুব্রত দাশ এবং অভিভাবক প্রতিনিধি আতাউর রহমান কাজল।

এনসিসি ব্যাংকের পক্ষ থেকে বলা হয়, “ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে তরুণ প্রজন্মকে প্রযুক্তিনির্ভর ব্যাংকিং সেবার সাথে অভ্যস্ত করাই আমাদের লক্ষ্য।” ভবিষ্যতে আরও বেশি শিক্ষাপ্রতিষ্ঠানে ছাত্র-ছাত্রীদের প্রশিক্ষণ সম্প্রসারণের পরিকল্পনার কথাও জানানো হয়।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন এনসিসি ব্যাংক শ্রীমঙ্গল শাখার এক্সিকিউটিভ অফিসার মো. ওবায়দুল হক। কর্মশালাটি শিক্ষার্থীদের মাঝে ডিজিটাল ব্যাংকিং সম্পর্কে উৎসাহ ও আত্মবিশ্বাস সৃষ্টিতে সফল হয় বলে উপস্থিতরা মন্তব্য করেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

এ জাতীয় আরো খবর..