শ্রীপুরের মাওনা হাইওয়ে থানার বিশেষ অভিযানে ইয়াবা সহ আটক-২
মোঃ মাহাবুল আলম বিশেষ প্রতিনিধি, শ্রীপুর গাজীপুর
গাজীপুরের শ্রীপুর মাওনা হাইওয়ে পুলিশের বিশেষ অভিযানে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের মুলাইদ এলাকায় বেলা ২:১৫মিনিটে প্যারাডাইজ স্পিনিং মিলের সামনে থেকে ৪০০পিছ ইয়াবা সহ দুইজনকে আটক করা হয়েছে।
২৭জুলাই রোজ রোববার গোপন সূত্রের ভিত্তিতে মাওনা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মোঃ আইয়ুব আলীর নির্দেশে এসআই জুয়েল বর্মন এর নেতৃত্বে,মোবাইল টিম পরিচালনা করে ৪০০ পিস ইয়াবাসহ দুজনকে গ্রেফতার করতে সক্ষম হয়।
আটকৃতরা হলেন, কিশোরগঞ্জ জেলার হোসেনপুর উপজেলার পিতলগঞ্জ গ্রামের আব্দুল করিমের ছেলে আলমগীর(৩৫), একই এলাকার রতন মিয়ার ছেলে কনক মিয়া(২৬)কে মাদকদ্রব্য ইয়াবা সহ গ্রেফতার করা হয়।
এই অভিযান পরিচালনা করে এস আই জুয়েল বর্মন,এটি এস আই মোঃ.আব্দুল গফুর, মোখলেছুর রহমান, পল্টন মিয়া, রাজন আহমেদ, জাহিদুল ইসলাম।
এসআই জুয়েল বর্মন বলেন, মাওনা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ আইয়ুব আলীর নির্দেশে গোপন সংবাদের মাধ্যমে জানতে পারি দুজন মাদক ব্যবসায়ী ইয়াবা বিক্রির উদ্দেশ্যে মুলাইদ এলাকায় অবস্থান করিতেছে। তাৎক্ষণিক মোবাইল টিম নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে দুইজনকে আটক করতে সক্ষম হয়। এবং আটককৃত আলমগীর এর দেহ তল্লাশী করা কালে তার পরিহিত জিন্স প্যান্টের সামনের ডান পাশের পকেট হইতে একটি নীল রংয়ের জিপারে রক্ষিত ২০০ (দুই শত) পিস ইয়াবা ট্যাবলেট, ওজন (০.১০×২০০)= ২০ গ্রাম, আনুমানিক মূল্য-(৩০০×২০০) =৬০,০০০/= (ষাট হাজার) টাকা, ২। কনক মিয়া (২৬) এর দেহ তল্লাশী করা কালে তার পরিহিত জিন্স প্যান্টের সামনের বাম পাশের পকেট হইতে একটি নীল রংয়ের জিপারে রক্ষিত ২০০ (দুই শত) পিস ইয়াবা ট্যাবলেট, ওজন (০.১০×২০০)= ২০ গ্রাম, আনুমানিক মুল্য-(৩০০×২০০) =৬০,০০০/= (ষাট হাজার) টাকা আসামীদ্বয় নিজ হাতে বাহির করিয়া দেওয়া মতে উদ্ধার করা হয়।
মাওনা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মোঃ আইয়ুব আলী দৈনিক নেত্র প্রকাশ কে জানাই, গোপন সূত্রের ভিত্তিতে জানতে পারি শ্রীপুর উপজেলার বিভিন্ন এলাকায় দীর্ঘদিন যাবত এই দুইজন মাদকদ্রব্য ইয়াবা সরবরাহ করিয়া আসিতেছে। গতকাল সংবাদ এর সততা সহ একটি মোবাইল টিম তাদেরকে ৪০০ পিস ইয়াবা সহ আটক করা হয়। এবং মাদক নিয়ন্ত্রণ দ্রব্য আইন অনুযায়ী আটককৃতদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়।
তাং২৮/০৭/২৫ইং