মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ০১:৩০ পূর্বাহ্ন

শ্রীনগর উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী এম মাহবুব উল্লাহ্ কিসমতের ব্যক্তিগত উদ্যোগে কম্বল বিতরণ

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৩০ জানুয়ারী, ২০২৪
  • ৬৫ বার পঠিত

শ্রীনগর উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী এম মাহবুব উল্লাহ্
কিসমতের ব্যক্তিগত উদ্যোগে কম্বল বিতরণ

মেহেদী সুমন

মুন্সীগঞ্জের শ্রীনগরে হতদরিদ্র ও সুবিধা বঞ্চিত শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। জেলা পরিষদের সদস্য ও প্যানেল চেয়ারম্যান এবং কোলাপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি এম মাহবুব উল্লাহ্ কিসমতের ব্যক্তিগত উদ্যোগে ও অর্থায়নে গতকাল সোমবার সকালে উপজেলার পাটাভোগ ইউনিয়ন পরিষদের সামনে থেকে ইউনিয়নের বিভিন্ন এলাকার হতদরিদ্র ও সুবিধাবঞ্চিত শীতার্ত মানুষের মাঝে শীত বস্ত্র তথা কম্বল বিতরণ করা হয়। এছাড়া পরিষদের ইউপি সদস্যদের মাধ্যমে উপজেলার বিভিন্ন ইউনিয়নের বিভিন্ন এলাকার হতদরিদ্র ও সুবিধা বঞ্চিত মানুষের বাড়ী বাড়ী পৌঁছে দেওয়া হচ্ছে। এসময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় ক্রীড়া বিষয়ক সম্পাদক নিজাম উদ্দিন চৌধুরী পারভেজ, পাটাভোগ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হামিদুল্লাহ খান মুন, কোলাপাড়া ইউনিয়ন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক শ্রী গোপী নাথ দাস, পাটাভোগ ইউপি সদস্য ও প্যানেল চেয়ারম্যান মোঃ নজরুল ইসলাম,
শ্রীনগর উপজেলা কৃষক লীগের সাবেক সভাপতি হাজ্বী আব্দুর রহিম, কোলাপাড়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোঃ সুমন, সাবেক ছাত্রলীগ নেতা মোঃ নূরনবী অন্তুু ও পরিষদের সকল ইউপি সদস্যবৃন্দসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ।

মুন্সীগঞ্জ জেলা পরিষদের সদস্য ও প্যানেল চেয়ারম্যান এবং শ্রীনগর উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী এম মাহবুব উল্লাহ্ কিসমত বলেন, প্রতি বছরের ন্যায় এবারো উপজেলার প্রতিটি ইউনিয়নে কম্বল বিতরণ কার্যকরম চলছে। এরই অংশ হিসেবে উপজেলার প্রতিটি ইউনিয়নে ৩২৫ টি করে কম্বল বিতরণ করবো। উপজেলা বাসীর দোয়া ও ভালোবাসা চাই, সকলকে আমাকে ব্যক্তি হিবেসে ও আমার সামাজিক জণকল্যান মূলক কাজকে মূল্যায়ন করে আমার স্বমর্থনে এগিয়ে আসে তাহলে আমি আসন্ন উপজেলা নির্বাচনে শ্রীনগর উপজেলার চেয়ারম্যান পদে নির্বাচন করতে ইচ্ছুক। আমি সর্বদা মানুষের পাশে থেকেছি, ভবিষ্যতেও থাকবো।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

এ জাতীয় আরো খবর..