শ্রীনগরে সাংবাদিককে ছবি উঠাতে বাঁধা ও হুমকী,
থানায় অভিযোগ
নিজস্ব প্রতিবেদক:
মুন্সিগঞ্জের শ্রীনগরে সাংবাদিককে ছবি উঠাতে বাঁধাদেয়া ও হুমকীর অভিযোগ পাওয়া গেছে । গত ২৯শে জুলাই শনিবার শ্রীনগর থানায় হুমকি দাতাদের বিরুদ্ধে একটি অভিযোগ দায়ের করেছেন সিএনএন বাংলা টিভির সিনিয়র স্টাফ রিপোর্টার মেহেদী হাসান সুমন । মেহেদী হাসান সুমন সিরাজদিখান উপজেলার কোলা ইউনিয়নের ছাতিয়ানতলী গ্রামের বাসিন্দা।
থানায় লিখিত অভিযোগ সূত্রে জানাযায়,
সি এন এন বাংলা টিভির সিনিয়র স্টাফ রিপোর্টার হিসেবে কর্মরত মেহেদী হাসান সুমন পেশাগত দায়িত্ব পালনের সময় শ্রীনগর হতে মুন্সীগঞ্জ এর প্রধান সড়কের সিংপাড়া বেলতলী জোর পুলের পূর্ব পাশে বিসমিল্লাহ কমিউনিটি সেন্টার সংলগ্ন পশ্চিম পাশে বেশকিছু কৃষি জমি আইনকে তোয়াক্কা নাকরে
অবৈধ ভাবে ভরাট কাজ চলার সময় সে রাস্তায় দারিয়ে বেলা সেখানকার ছবি ও ভিডিও ধারণ করতে থাকে। সে সময় আটপাড়া ইউনিয়নের দক্ষিণ বেলতলী গ্রামের মৃত নুরুল হক (নুরু নায়েব) এর পুত্র মোঃ লিটন (৫৫) তাকে ফটো ও ভিডিও ধারণ করতে বাধা দেয় ও বিভিন্ন প্রকার হুমকি প্রধান করে। এছাড়াও ওই ভরাট কাজের ঠিকাদার পূর্ব বেলতলী গ্রামের মৃত করিম খান এর পুত্র সাজু খান ওরফে গাঞ্জুট্টি সাজু (৪৫) ছবি ওঠানোর কথা শুনে চায়ের দোকানে সামনে সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন সাংবাদিকদের যন্ত্রনায় কোথাও কোনো খনন ও ভরাটের কাজ করা যায় না ওরা নিউজ করলে এসিল্যান্ড মোবাইল কোর্ট করে। অজ্ঞাত এক ব্যাক্তি এসে বলে সাংবাদিকদের তারা হামলা করার উদ্দেশ্যে বেশ কয়েক জন সঙ্গবদ্ধ হচ্ছে আপনি এখান থেকে চলে যান। পরে সে একথা জানতে পেড়ে সেখান থেকে চলে আসে । যেহেতু তারা দুজনেই হয়রানি মূলক মামলা, হামলা ও প্রাননাশের হুমকি দেয়, তাদের দ্বারা তার জান মাল সহ যেকোনো সময় যেকোনো ধরনের ক্ষতি সাধিত হতে পারে বলে জানান। উক্ত ভুক্তভোগী আইনের প্রতি শ্রদ্ধাশীল তাই নিরুপায় হয়ে আইন শৃঙ্খলা রক্ষাবাহিনির কাছে সহোযোগিতা কামনা করছে । হুমকি দাতাদের নাম ঠিকানা পেতে সময় লাগার কারনে অভিযোগ করতে বিলম্ব হয়েছে বলে জানান ভুক্তভোগী ।
এ বিষয়ে শ্রীনগর থানার অফিসার ইনচার্জ
(ওসি) মোহাম্মদ আব্দুল্লাহ আল তায়াবি বলেন তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করবো।