সোমবার, ২১ এপ্রিল ২০২৫, ১০:৪১ অপরাহ্ন

শ্রীনগরে ব্যবসায়ীকে প্রাণনাশের হুমকি

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : বুধবার, ২২ মার্চ, ২০২৩
  • ১০৮ বার পঠিত

শ্রীনগরে ব্যবসায়ীকে প্রাণনাশের হুমকি

নিজস্ব প্রতিবেদক
মুন্সিগঞ্জের শ্রীনগরে এক ব্যবসায়ীকে প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ পাওয়া গেছে।
রবিবার(১৯ মার্চ) রাত পৌনে ১১টার দিকে মোবাইলে কল করে এ হুমকি দেওয়ার অভিযোগ উঠে উপজেলার বীরতারা ইউনিয়নের মজিদপুর দয়হাটা ভুইচিত্র এলাকার ভূমিদস্যু মানিক মোড়লের বিরুদ্ধে।
এ ঘটনায় ভুক্তভোগী ব্যবসায়ী বরুন মন্ডল বাদী হয়ে মানিক মোড়লকে বিবাদী করে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

অভিযোগ সূত্রে জানা যায়, ঐ এলাকার মৃত সোবহান মোড়লের ছেলে মানিক মোড়ল একজন ভূমিদস্যু ও সন্ত্রাসী কার্যকলাপে জড়িত। ইতিপূর্বেও ভুক্তভোগী ব্যবসায়ীর জমি দখল করে এবং ব্যাপারে আইনের সহায়তায় তার জমি ফেরত পান। বর্তমান মানিক ভুক্তভোগীর কাছে টাকা বাদী করে এই বলে যে, এলাকার হলে তোকে চাঁদা দিতে হবে নয়তো ভুক্তভোগী ঢাকার যেখানেই থাকবে সেখান থেকে ১০ মিনিটের মধ্যে খুঁজে বের করে তার হাত-পা ভেঙ্গে পঙ্গু করে দিবে বলে হুমকি দেয়। ঘটনার দিন রাতে ভুক্তভোগী ফোন দিয়ে মানিক মোড়লের সাথে কথা বলতে চাইলে সে গালিগালাজ শুরু করে এবং গ্রামে আসা মাত্রই তাকে মেরে লাশ গুম করে ফেলবে বলে হুমকি প্রদান করে।

এব্যাপারে অভিযুক্ত মানিক মোড়লের কাছে জানতে চাইলে তিনি বলেন, আমি ফোনে হুমকি দেয়নি। পাওনা টাকা চাওয়ার জন্য ফোন দিয়েছি।

শ্রীনগর থানার ডিউটি অফিসার এসআই মোঃ সাইফুল ইসলাম মাদবর বলেন অভিযোগ পেয়েছি।তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

এ জাতীয় আরো খবর..