(শ্রাবনের এই দেশ)
মোঃএনায়েত হোসেন।
মোঃ আনছারুজ্জামান, স্টাফ রিপোর্টার।
আমি দেখেছি শ্রাবন ধারায়
বৃষ্টির টাপুর টুপুর
দূর আকাশে মেঘের উচ্ছ্বাস
বৃষ্টি ভেজা রৌদ্দুর।।
যাত্রা পথে বৃষ্টির মতে
পথিকের ভিজে যাওয়া
নৌকায় পাল মাঝি ধরে হাল
ভাটিয়ালি গান গাওয়া।।
শাপলা ফোঁটার যৌবতী ডোবা
নতুন জলের হাসি
ছৈমদ্দী মাঝির লুকিয়ে রাখা
ইলিশ রাখা ঝাঁপি।।
কেয়া,কদম,জুঁই ও কলমিলতা
বৃষ্টিতে ভেজা পাতা
থৈ থৈ পানি বন্যায় বাসা
মানুষের দূ্র্দশা।।
সারি সারি বাঁশের উপর
দোল খাওয়া সোনালী আঁশ
বৃষ্টি, বন্যা ও নৌকা নিয়ে
এই বাংলায় আমার বাস।।