শনিবার, ১২ এপ্রিল ২০২৫, ০৩:৫৬ অপরাহ্ন

শ্রমজীবীদের জন্য রেশনিং ব্যবস্থার দাবিতে মানববন্ধন

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ৭ মার্চ, ২০২৫
  • ২০ বার পঠিত

শ্রমজীবীদের জন্য রেশনিং ব্যবস্থার দাবিতে মানববন্ধন

এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ ;
নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য কমানো ও শ্রমজীবীদের জন্য রেশনিং ব্যবস্থার দাবিতে মানববন্ধন করেছে ব্যাটারিচালিত ভ্যান শ্রমিক-মালিক সংহতি, নারায়ণগঞ্জ জেলা।

শুক্রবার (৭ মার্চ) বিকেলে নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সামনে অনুষ্ঠিত এই মানববন্ধনে সংগঠনের নেতা-কর্মীরা অংশ নেন। মানববন্ধনে ব্যাটারিচালিত ভ্যান শ্রমিক-মালিক সংহতির সংগঠক মো. শাহআলমের সঞ্চালনায় এবং সংগঠনের আহ্বায়ক মো. শরীফের সভাপতিত্বে বক্তব্য রাখেন গণসংহতি আন্দোলন নারায়ণগঞ্জ জেলার সমন্বয়কারী তরিকুল সুজন, নির্বাহী সমন্বয়কারী অঞ্জন দাস, ছাত্র ফেডারেশনের জেলা সভাপতি ফারহানা মানিক মুনা, ব্যাটারিচালিত ভ্যান শ্রমিক-মালিক সংহতির সংগঠক মো. খোকন, আব্দুল জহির, মো. নেসার, মো. শাহআলম প্রমুখ।

গণসংহতি আন্দোলনের নেতা তরিকুল সুজন বলেন, “শ্রমজীবীদের মেহনতের ওপর বাজার সিন্ডিকেট করে অযৌক্তিক চাপ সৃষ্টি করা হচ্ছে। ঈদে শ্রমজীবীরা যখন গ্রামের বাড়ি ফিরতে চান, তখন বাস মালিকরা ভাড়া দ্বিগুণ-তিনগুণ করে আদায় করে। সরকার গরিব মানুষের জন্য কোনো বিশেষ ব্যবস্থা নিচ্ছে না, শ্রমজীবীদের পাশে দাঁড়াচ্ছে না। তাই আমাদের ঐক্যবদ্ধ হয়ে দাঁড়াতে হবে এবং যারা শ্রমিকদের শোষণ করছে তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে।”

তিনি আরও বলেন, “আজকের কর্মসূচির মাধ্যমে নারায়ণগঞ্জের ডিসি, এসপি ও প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করা হচ্ছে। যদি এই দাবিগুলো আমলে না নেওয়া হয়, তাহলে বৃহত্তর আন্দোলনের ঘোষণা দেওয়া হবে। প্রয়োজনে ডিসি ও এসপির কার্যালয় ঘেরাও করা হবে।”

নেতা অঞ্জন দাস বলেন, “শ্রমজীবী মানুষের জন্য রেশনিং ব্যবস্থা চালু করা জরুরি। শ্রমজীবী মানুষেরাই আমাদের অর্থনীতি টিকিয়ে রেখেছেন। প্রশাসনের কাছে আমাদের দাবি, দ্রুত রেশনিং ব্যবস্থার উদ্যোগ নেওয়া হোক।”

মানববন্ধনে অংশগ্রহণকারী ভ্যান চালক শ্রমিকরা বলেন, “রমজানকে কেন্দ্র করে বিভিন্ন পণ্যের দাম বাড়িয়ে দেওয়া হয়েছে, যা আমাদের ওপর মারাত্মক চাপ সৃষ্টি করছে। আমরা আমাদের আয়ের সঙ্গে খরচের ভারসাম্য রাখতে পারছি না। দ্রব্যমূল্য কমানো ও রেশনিং কার্ড চালুর দাবি জানাচ্ছি।”

মানববন্ধনে বিভিন্ন পেশার শ্রমজীবী মানুষ ও সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

এ জাতীয় আরো খবর..