শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫, ০৮:২০ অপরাহ্ন

শ্রদ্ধাভরে সারা দেশে জাতির পিতাকে স্মরণ

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : রবিবার, ১৫ আগস্ট, ২০২১
  • ১৬৮ বার পঠিত

শ্রদ্ধাভরে সারা দেশে জাতির পিতাকে স্মরণ

জসীমউদ্দীন ইতি

বিনম্র শ্রদ্ধায় সারা দেশে পালিত হয়েছে জাতীয় শোক দিবস। এ দিনে
শ্রদ্ধাভরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের
শাহাদাতবরণকারী সদস্যদের স্মরণ করেন দেশবাসী। দিবসটি উপলক্ষে রোববার
বিভিন্ন স্থানে বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ দোয়া মাহফিল ও
আলোচনা সভার আয়োজন করা হয়েছে।

বিস্তারিত জেলা ও উপজেলা প্রতিনিধিদের পাঠানো খবরে-

চট্টগ্রাম : দিবসটি উপলক্ষে নানা কর্মসূচি পালন করেছে চট্টগ্রাম মহানগর,
উত্তর, দক্ষিণ জেলা আওয়ামী লীগ ও অঙ্গসংগঠন। মহানগর ও উত্তর জেলা আওয়ামী
লীগের দলীয় কার্যালয়ে খতমে কোরআন, দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এছাড়া উত্তর জেলা আওয়ামী লীগ কার্যালয়ে আয়োজিত আলোচনা সভায় জেলা পরিষদের
চেয়ারম্যান এম এ সালাম, সাধারণ সম্পাদক আতাউর রহমান, সদস্য ইফতেকার হোসেন
বাবুল বক্তব্য রাখেন।

সিলেট : জেলা প্রশাসক কার্যালয়ের সামনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা
জানায় জেলা প্রশাসন, আওয়ামী লীগ নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ।

নীলফামারী : বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে জাতীয় পতাকা অর্ধনমিত,
বঙ্গবন্ধুর ম্যুরাতে পুষ্পমাল্য অর্পণ, আলোচনা সভা, দোয়া মাহফিল, শিশুদের
চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। সকাল ৯টার দিকে বঙ্গবন্ধুর ম্যুরালে
পুষ্পমাল্য অর্পণ করেন জেলা প্রশাসক হাফিজুর রহমান চৌধুরী, পুলিশ সুপার
মোহাম্মদ মোখলেছুর রহমান। এরপর জেলা আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠন,
মুক্তিযোদ্ধা সংসদ, নীলফামারী প্রেস ক্লাবসহ বিভিন্ন সামাজিক, নীলফামারী
চেম্বার অব কমার্স, নীলসাগর গ্রুপ, গ্রামীণ ব্যাংক ও সাংস্কৃতিক সংগঠনের
প্রতিনিধিরা।

পরে জেলা প্রশাসক মো. হাফিজুর রহমান চৌধুরীর সভাপতিত্বে ‘বঙ্গবন্ধুর জীবন
ও কর্ম’ বিষয়ক আলোচনা সভায় ভার্চুয়ালি বক্তব্য রাখেন সংরক্ষিত নারী আসনের
সংসদ সদস্য রাবেয়া আলীম, জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা জয়নাল
আবেদীন, পুলিশ সুপার মোহাম্মদ মোখলেছুর রহমান, নীলফামারী পৌরসভার মেয়র
দেওয়ান কামাল আহমেদ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আজাহারুল ইসলাম,
সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহিদ মাহমুদ, সদর উপজেলা নির্বাহী
কর্মকর্তা জেসমিন নাহার।

হোমনা (কুমিল্লা) : উপজেলা প্রশাসনের উদ্যোগে বঙ্গবন্ধুর ম্যুরালে
পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন, যুব ঋণ, আলোচনা সভা ও
পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। প্রথমে সেলিমা আহমাদ মেরী এমপি, উপজেলা
চেয়ারম্যান রেহানা মজিদ উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমন দে ও সহকারী
কমিশনার (ভূমি) মিজানুর রহমান, হোমনা-মেঘনা সার্কেলের সিনিয়র সহকারী
পুলিশ সুপার স্পিনা রানী প্রামাণিক, হোমনা থানার ওসি আবুল কায়েস আকন্দ
প্রমুখ পুষ্পস্তবক অর্পণ করেন।

পোরশা (নওগাঁ) : উপজেলা প্রশাসন ও উপজেলা আওয়ামী লীগের পৃথক পৃথক আয়োজনে
পুষ্পমাল্য অর্পণ, আলোচনা সভা, কোরআন পাঠ ও চিত্রাঙ্কন প্রতিযোগিতাসহ
বিভিন্ন কর্মসূচি পালন করা হয়েছে।

ঈশ্বরদী (পাবনা) : দিবসটি উপলক্ষে উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে জাতীয় ও
দলীয় পতাকা অর্ধনমিত করা হয়। এরপর বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে
শ্রদ্ধা নিবেদন করেন পাবনা-৪ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা
নুরুজ্জামান বিশ্বাস।

আদিতমারী (লালমনিরহাট) : উপজেলা পরিষদ চত্বরে বঙ্গবন্ধুর ম্যুরালে
পুষ্পস্তবক অর্পণ, মোনাজাত ও আলোচনা সভাসহ নানা কর্মসূচির মাধ্যমে জাতীয়
শোক দিবস পালন করা হয়। এছাড়াও অফিস, শিক্ষাপ্রতিষ্ঠানে জাতীয় পতাকা
অর্ধনমিত রাখা ও কালো পতাকা উত্তোলন করা হয়।

আত্রাই (নওগাঁ) : দিবসের শুরুতে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ
করেন ইউএনও ইকতেখারুল ইসলাম। এরপর উপজেলা পরিষদ, মুক্তিযোদ্ধা কমান্ড,
আওয়ামী লীগ পরিবার, সরকারের বিভিন্ন দফতর, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের
প্রতিনিধিরা পুষ্পস্তবক অর্পণ করে।

বাগেরহাট : জেলা প্রশাসন ও জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে বঙ্গবন্ধুর
প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করা হয়। এ সময় জেলা প্রশাসক মোহাম্মদ
আজিজুর রহমান, পুলিশ সুপার কেএম আরিফুল হক, জেলা আওয়ামী লীগের সাধারণ
সম্পাদক ভূঁইয়া হেমায়েত উদ্দিন, সদর উপজেলা চেয়ারম্যান সরদার নাসির
উদ্দিন উপস্থিত ছিলেন।

পীরগঞ্জ (রংপুর) : উপজেলা প্রশাসন ও উপজেলা আওয়ামী লীগ, সরকারি বেসরকারি
প্রতিষ্ঠান পৃথক পৃথকভাবে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করে। গৃহীত
কর্মসূচির মধ্যে ছিল পতাকা উত্তোলন, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য
অর্পণ, আলোচনা সভা, মসজিদে দোয়া মাহফিল, অন্যান্য উপাসনালয়ে প্রার্থনা ও
শেষে কাঙালি ভোজ।

বান্দরবান : দিবসটি উপলক্ষে বঙ্গবন্ধু মুক্তমঞ্চে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে
পুষ্পস্তবক অর্পণ করেন পার্বত্যমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং। এরপরে
পুষ্পস্তবক অর্পণ করেন বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান
ক্যশৈহ্লা, জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজি, পুলিশ সুপার জেরিন
আখতার, আওয়ামী লীগের নেতাকর্মী, সরকারি বেসরকারি কর্মকর্তা এবং সুশীল
সমাজের প্রতিনিধিরা।

বরগুনা : বঙ্গবন্ধু ও শেখ রাসেলের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ, কোরআন
খানি ও ভার্চুয়াল আলোচনা সভা এবং বৃক্ষরোপণ কর্মসূচির মধ্যে দিয়ে বরগুনায়
জাতীয় শোক দিবস পালিত হয়েছে। বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ
করেন জেলা প্রশাসক হাবিবুর রহমান, বরগুনা-১ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট
ধীরেন্দ্র দেবনাথ শম্ভু, পুলিশ সুপার জাহাঙ্গীর মল্লিক এবং বিভিন্ন
সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের প্রধানগণ ও জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ।

কক্সবাজার : দিবসটি উপলক্ষে কক্সবাজারের অসহায় মানুষের মাঝে খাদ্য বিতরণ
করেছে ৩৪ বিজিবি। লাবণী সৈকত পয়েন্টে ৩৩০টি অসহায় পরিবারের মাঝে
খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন ৩৪ বিজিবি উপ অধিনায়ক
মেজর আব্দুল আজিজ, সহকারী পরিচালক ইয়ার হোসাইন, সাংবাদিক নেজাম উদ্দিন
প্রমুখ।

চান্দিনা (কুমিল্লা) : উপজেলা পরিষদ চত্বরে বঙ্গবন্ধুর ম্যুরালে
পুষ্পস্তবক অর্পণ করা হয়। পরে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা নির্বাহী
কর্মকর্তা আশরাফুন নাহারের সভাপতিত্বে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ করা
হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা
তপন বক্সী।

চিতলমারী (বাগেরহাট) : উপজেলা চত্বরে বঙ্গবন্ধুর মুর‌্যালে বাগেরহাট-১
আসনের সংসদ সদস্য শেখ হেলাল উদ্দীনের পক্ষে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
এরপর উপজেলা পরিষদ চেয়ারম্যান অশোক কুমার বড়াল, উপজেলা নির্বাহী
কর্মকর্তা লিটন আলী, উপজেলা আওয়ামী লীগের সভাপতি বাবুল হোসেন খান, সাধারণ
সম্পাদক পীযূষ কান্তি রায়, সহকারী কমিশনার (ভূমি) জান্নাতুল আফরোজ
স্বর্ণা, চিতলমারী প্রেস ক্লাবের সভাপতি মুন্সী দেলোয়ার হোসেন শ্রদ্ধা
নিবেদন করেন।

চুয়েট : জাতীয় শোক দিবস উপলক্ষে গভীর শ্রদ্ধা নিবেদন করেছে চট্টগ্রাম
প্রকৌশল বিশ্ববিদলয় কর্তৃপক্ষ। বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে
শোকের প্রতীক কালো ব্যাজ ধারণ, কালো পতাকা উত্তোলন ও জাতীয় পতাকা
অর্ধনমিতকরণের মাধ্যমে দিনব্যাপী কর্মসূচির শুরু হয়। ভাইস চ্যান্সেলর
অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলম বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক
অর্পণের মাধ্যমে কর্মসূচির উদ্বোধন করেন।

দৌলতপুর (কুষ্টিয়া) : এ উপলক্ষে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়।
কুষ্টিয়া-১ আসনের সংসদ সদস্য আ. কা. ম. সরওয়ার জাহান বাদশাহ্ ও উপজেলা
নির্বাহী কর্মকর্তা শারমিন আক্তারের নেতৃত্বে বঙ্গবন্ধুর ম্যুরালে
পুষ্পস্তবক অর্পণ করা হয়।

দেবীগঞ্জ (পঞ্চগড়) : উপজেলা পরিষদ চত্বরে বঙ্গবন্ধুর ম্যুরালে
শ্রদ্ধাঞ্জলি ও দোয়ার মাধ্যমে দিবসটির সূচনা হয়। পরে উপজেলা পরিষদ হল
রুমে নির্বাহী কর্মকর্তা প্রত্যয় হাসানের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত
হয়। আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান আব্দুর
মালেক চিসতী।

দুমকি (পটুয়াখালী) : পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ও
দুমকি উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে জাতীয় শোক দিবস পালিত হয়েছে।
পবিপ্রবিতে জাতীয় পতাকা উত্তোলন ও অর্ধনমিত এবং কালো পতাকা উত্তোলন করা
হয়। বঙ্গবন্ধুর ভাস্কর্য ও মুর‌্যালে পুষ্পস্তবক অর্পণ করেন
বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফসর ড. স্বদেশ চন্দ্র সামন্ত। এছাড়াও
উপজেলা প্রশাসন, উপজেলা আওয়ামী লীগ, ইউনিয়ন আওয়ামী লীগ, অঙ্গ সংগঠন ও
উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান নানা কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালন
করেছে।

বোচাগঞ্জ (দিনাজপুর) : দিবসটি উপলক্ষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রথমে নৌ
প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরীর এমপির পক্ষে উপজেলা আওয়ামী লীগের
নেতৃবৃন্দ শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন। এরপর বোচাগঞ্জ উপজেলা আওয়ামী লীগের
সভাপতি আবু সৈয়দ হোসেন, সাধারণ সম্পাদক আফছার আলীর নেতৃত্বে দিনব্যাপী
কর্মসূচি পালন করা হয়। এছাড়া সেতাবগঞ্জ পৌরসভার মেয়র আসলাম, আব্দুর রৌফ
চৌধুরী ফাউন্ডেশন, সেতাবগঞ্জ চিনিকল, বোচাগঞ্জ থানা, সেতাবগঞ্জ
প্রেসক্লাবসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক প্রতিষ্ঠান বঙ্গবন্ধুর
প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করে।

ফরিদপুর : দিসবটি উপলক্ষে শহরের ঐতিহাসিক অম্বিকা হলে স্থাপিত বঙ্গবন্ধুর
প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এক মিনিট নিরবতা পালন শেষে প্রথমে
ফরিদপুর সদর আসনের এমপি ইঞ্জিনিয়ার খন্দকার মোশারফ হোসেনের পক্ষে জেলা
প্রশাসন ও উপজেলা প্রশাাসন পুষ্পস্তবক অর্পণ করে। এরপর জেলা প্রশাসন,
পুলিশ প্রশাসন, জেলা আওয়ামী লীগ, মুক্তিযোদ্ধা সংসদ, ফরিদপুর পূজা উদযাপন
পরিষদ, এফবিসিসিআই, আওয়ামী লীগ, ফরিদপুর পৌরসভা, এলজিইডি, এনজিওসহ
বিভিন্ন সহযোগী এবং অঙ্গ সংগঠন ছাড়াও বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক
সংস্থা জাতির জনকের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করে।

ফুলবাড়ী (কুড়িগ্রাম) : বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ করে উপজেলা
প্রশাসন, আওয়ামী লীগ,ফুলবাড়ী প্রেস ক্লাব, যুবলীগ ও ছাত্রলীগসহ বিভিন্ন
সংগঠনের নেতাকর্মীরা। শেষে উপজেলা প্রশাসনের হলরুমে ইউএনও সুমন দাসের
সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান গোলাম রব্বানী
সরকার, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আতাউর রহমান শেখ, মুক্তিযোদ্ধা সংসদের
সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মজিবর রহমান প্রমুখ।

গলাচিপা (পটুয়াখালী) : সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে বিভিন্ন সরকারি, বেসরকারি
ও স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠানে জাতীয় পতাকা অর্ধনমিত করে উত্তোলন করা হয়।
পরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পটুয়াখালী-৩ আসনের সংসদ সদস্য এস এম শাহজাদার
নেতৃত্বে পুষ্পমাল্য অর্পণ করা হয়।

গঙ্গাচড়া (রংপুর) : উপজেলা প্রশাসনের আয়োজনে কালো ব্যাজ ধারণ, বঙ্গবন্ধুর
প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ, শহীদদের আত্মার শান্তি কামনা করে মোনাজাত,
পুরস্কার বিতরণ, বৃক্ষরোপণ ও ভার্চুয়াল প্লাটফর্মে আলোচনা সভা অনুষ্ঠিত
হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা তাসলীমা বেগমের সভাপতিত্বে সভায় স্বাগত
বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) নয়ন কুমার সাহা।

ঘোড়াঘাট (দিনাজপুর) : উপজেলা প্রসাশনসহ আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের পক্ষ
থেকে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ ও বঙ্গবন্ধুর রুহের
মাকফেরাত কামনায় দোয়া মাহফিল করা হয়েছে। এতে অংশগ্রহণ করেন উপজেলা
চেয়ারম্যান আব্দুর রাফে খন্দকার সাহানসা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা
রাফিউর আলম।

হিলি (দিনাজপুর) : আওয়ামী লীগ কার্যালয়, উপজেলা পরিষদ, মুক্তিযোদ্ধা
কমপ্লেক্স, পৌর কার্যালয়, পানামা হিলি পোর্ট, খট্টা-মাধবপাড়া ইউনিয়ন
পরিষদে কালো পতাকা উত্তোলন ও জাতীয় পতাকা অর্ধনমিত করা হয়। পরে
বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ ও বঙ্গবন্ধু পরিবারের নিহত
সদস্যদের রুহের মাগফিরাত কামনায় দোয়া করা হয়।

জলঢাকা (নীলফামারী) : জাতীয় পতাকা অর্ধনমিত ও কালোব্যাচ ধারণের মধ্য দিয়ে
শোক দিবসের কর্মসূচির সূচনা করে উপজেলা প্রশাসন, থানা পুলিশ, পৌরসভা,
আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠন এবং ব্যারিস্টার তুরিন আফরোজ ফাউন্ডেশনসহ
বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন। পরে শোক র‌্যালি নিয়ে বঙ্গবন্ধুর
প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়।

যশোর : দিনের শুরুতে শোক র‌্যালি করে শহরের বকুল তলায় বঙ্গবন্ধুর
ম্যুরালে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন জেলা প্রশাসক তমিজুল ইসলাম খান।
পরে পুলিশ প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদসহ সকল সরকারি দফতর, বিভিন্ন
রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠন ও শিক্ষাপ্রতিষ্ঠানের পক্ষ থেকে
শ্রদ্ধা নিবেদন করা হয়। এছাড়া জেলা প্রশাসনের আয়োজনে আলোচনা সভা, দোয়া
মাহফিল, রচনা প্রতিযোগিতা, কবিতা আবৃত্তি, চিত্রাঙ্কনসহ বিভিন্ন কর্মসূচি
পালিত হয়।

ঝিনাইদহ : শহরে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও স্বেচ্ছাসেবী
সংগঠন শোক র‌্যালি বের করে। র‌্যালিটি শহরের প্রেরণা একাত্তর চত্বরে গিয়ে
শেষ হয়। এর আগে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করা হয়। প্রথমে
জেলা প্রশাসন, পরে পুলিশ বিভাগ, মুক্তিযোদ্ধা, জেলা আওয়ামী লীগসহ নানা
সংগঠনের প্রতিনিধি শ্রদ্ধা নিবেদন করেন।

লামা (বান্দরবান) : দিবসটি উপলক্ষে উপজেলা চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে
ফুল দিয়ে শ্রদ্ধা জানায় লামা উপজেলা প্রশাসন। এরপর একে একে শ্রদ্ধা জানায়
উপজেলা পরিষদ, মুক্তিযোদ্ধা কমান্ড, ভূমি অফিস, বান্দরবান পার্বত্য জেলা
পরিষদের সদস্যরা, লামা সার্কেল, লামা থানা, বন বিভাগ, পৌর, আওয়ামী লীগ ও
ছাত্রলীগ নেতারা।

মাধবপুর (হবিগঞ্জ) : বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করেন
উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ, মুক্তিযোদ্ধা কমান্ড, উপজেলা আওয়ামী লীগ,
মাধবপুর থানা, পৌরসভা, প্রেস ক্লাব, পৌর আওয়ামী লীগ, মহিলা আওয়ামী লীগ,
হিন্দু বৌদ্ধ ঐক্য পরিষদসহ বিভিন্ন সরকারি দফতর ও শিক্ষাপ্রতিষ্ঠান
যুবলীগের নেতাকর্মীরা।

মাগুরা : নোমানী ময়দানে মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে বঙ্গবন্ধু শেখ
মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান জেলা প্রশাসক ড.
আশরাফুল আলম, পুলিশ সুপার জহিরুল ইসলাম, জেলা আওয়ামী লীগ, যুবলীগ,
সেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগ, বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি) এবং
সরকারি বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিরা।

এ সময় ১৫ আগস্টে নিহত শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন ও রুহের
মাগফেরাত কামনায় দোয়া অনুষ্ঠিত হয়। দিবসটি উপলক্ষে জেলা প্রশাসনের পক্ষ
থেকে দিনব্যাপী নানা কর্মসূচি গ্রহণ করা হয়। সকাল ১০টায় মাগুরা পল্লী
উন্নয়ন বোর্ডের উপ-পরিচালক শাহানারা বেগমের সভাপতিত্বে দোয়া মাহফিল ও
আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন মো. ইসরাইল হোসেন, উপজেলা
পল্লী উন্নয়ন কর্মকর্তা মাগুরা সদর, মাগুরা সদর এআরডিও (ইরেসপো প্রকল্প)
সাজেদা পারভীন, মাগুরা সদরের (টিসিসিএ) হিসাব সহকারী মো. আমিন উদ্দিন।

আদমদীঘি (বগুড়া) : উপজেলা পরিষদ চত্বরে বঙ্গবন্ধুর ম্যুরালে উপজেলা
চেয়ারম্যান সিরাজুল ইসলাম খান রাজু ও উপজেলা নির্বাহী কর্মকর্তা শ্রাবণী
রায়ের নেতৃত্বে পুষ্পস্তবক অর্পণ করে উপজেলা প্রশাসন, আওয়ামী লীগ ও তার
অঙ্গ সংগঠন, বীর মুক্তিযোদ্ধা, পুলিশ বাহিনী, হাসপাতাল, রহিম উদ্দিন
ডিগ্রি কলেজ, আইপিজে হাই স্কুলসহ বিভিন্ন সংগঠন।

ময়মনসিংহ : দিবসটি উপলক্ষে সকালে সার্কিট হাউজ সংলগ্ন বঙ্গবন্ধুর
প্রতিকৃতিতে পূষ্পার্ঘ্য অর্পণ করেন মনিরা সুলতানা মনি এমপি, সিটি
করপোরেশনের মেয়র ইকরামূল হক টিটু, বিভাগীয় কমিশনার শফিকুর রেজা বিশ্বাস,
ডিআইজি ব্যারিস্টার হারুন অর রশিদসহ জেলা ও পুলিশ প্রশাসন, জেলা পরিষদ,
জেলা ও মহানগর আওয়ামী লীগ এবং ময়মনসিংহ প্রেসক্লাব ও সাংবাদিক ইউনিয়নসহ
বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠন, শিক্ষাপ্রতিষ্ঠান এবং
সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তারা।

নড়াইল : জেলা প্রশাসন ও জেলা আওয়ামী লীগের আয়োজনে বিভিন্ন কর্মসূচি পালিত
হয়। কর্মসূচির মধ্যে ছিল সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে জাতীয় পতাকা অর্ধনমিত
রাখা, বঙ্গবন্ধরু ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ, আলোচনা সভা, যুব ঋণের চেক
বিতরণ ও দোয়া মাহফিল।

নাটোর : সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম
শিমুলের নেতৃত্বে জাতীয়, দলীয় ও কালো পতাকা উত্তোলন শেষে বঙ্গবন্ধুর
প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ, এক মিনিট নীরবতা পালন ও মোনাজাত করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি অ্যাডভোকেট
সিরাজুল ইসলামসহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। অপরদিকে জেলা
প্রশাসনের উদ্যোগে কালেক্টরেট ভবন চত্বরে অবস্থিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে
স্থানীয় সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল, জেলা প্রশাসক শামীম আহমেদ ও
পুলিশ সুপার লিটন কুমার সাহার নেতৃত্বে পুষ্পমাল্য অর্পণ ও এক মিনিট
নিরবতা পালন শেষে মোনাজাত করা হয়।

নেত্রকোণা : শহরের মোক্তারপাড়া এলাকায় পাবলিক হল মিলনায়তনে জেলা
প্রশাসনের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে জেলা প্রশাসক কাজী মো.
আব্দুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজকল্যাণ
প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আশরাফ আলী খান খসরু। বিশেষ অতিথি হিসেবে
বক্তব্য রাখেন পুলিশ সুপার আকবর আলী মুন্সী, জেলা পরিষদ চেয়ারম্যান
প্রশান্ত কুমার রায়, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর
মুক্তিযোদ্ধা নূরুল আমীন, পৌরসভার মেয়র নজরুল ইসলাম খান প্রমুখ।

নারায়ণগঞ্জ : নগরীর চাষাড়া বিজয়স্তম্ভের পাদদেশে প্রথমে পুষ্পস্তবক অর্পণ
করেন জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহ। এরপর জেলা প্রশাসকের কার্যালয়ের
নিচে স্থাপিত বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ করা হয়। পরে সেখানে
বৃক্ষরোপণ করেন জেলা প্রশাসক। জাতীয় শোক দিবস উপলক্ষে পরে অনলাইন
প্লাটফর্মে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

নোয়াখালী : জাতীয় শোক দিবস উপলক্ষে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক
পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের পক্ষে নোয়াখালীর কবিরহাটে সাত
হাজার দুস্থ পরিবারের মাঝে মেজবানি খাবার বিতরণ করেছেন উপজেলা চেয়ারম্যান
কামরুন নাহার শিউলি। এর আগে কবিরহাট উপজেলা পরিষদ চত্বরে বঙ্গবন্ধুর
প্রতিকৃতিতে মন্ত্রী ওবায়দুল কাদেরের পক্ষে উপজেলা চেয়ারম্যান কামরুন
নাহার শিউলি ও উপজেলা আওয়ামী লীগের নেতারা ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।
পরে দোয়া ও মোনাজাত শেষে উপজেলার প্রতিটি ইউনিয়নে দুস্থদের খাবার বিতরণ
করা হয়।

কিশোরগঞ্জ : মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয়ে স্থাপিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে
কিশোরগঞ্জ-১ আসনের এমপি ডা. সৈয়দা জাকিয়া নূর লিপি, জেলা প্রশাসন, পুলিশ
প্রশাসন, জেলা আওয়ামী লীগ, মুক্তিযোদ্ধাসহ সর্বস্তরের জনগণ ফুল দিয়ে
শ্রদ্ধা নিবেদন করেন। পরে জেলা প্রশাসকের কার্যালয়ে স্বাস্থ্যবিধি মেনে ও
ভার্চুয়াল পদ্ধতিতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অতিরিক্ত জেলা প্রশাসক
(সার্বিক) নাজমুল ইসলাম সরকারে সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি
হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ শামীম আলম। বিশেষ অতিথি
হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মাশরুকুর রহমান খালেদ।

পার্বতীপুর (দিনাজপুর) : বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পমাল্য অর্পণ, শোক
র‌্যালি, দোয়া ও আলোচনা সভার মধ্য দিয়ে দিনাজপুরের পার্বতীপুরে জাতীয় শোক
দিবস পালিত হয়েছে। বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্র আন্দোলন পরিচালনা কমিটি
সংগঠনের অস্থায়ী কার্যালয়ে শোক র‌্যালি, দোয়া ও আলোচনা সভার আয়োজন করা
হয়।

পটুয়াখালী : সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে জেলা ও উপজেলা আওয়ামী লীগ কার্যালয়,
সরকারি, আধা সরকারি, স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠান ও বেসরকারি ভবনে জাতীয়
পতাকা অর্ধনমিত উত্তোলনের মধ্য দিয়ে দিবসটির সূচনা করা হয়।

সাঘাটা (গাইবান্ধা) : উপজেলা প্রশাসনের উদ্যোগে বঙ্গবন্ধুর ম্যুরালে
পুষ্পমাল্য অর্পণ ও উপজেলা পরিষদ চত্বরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে
প্রধান অতিথির বক্তব্যে ডেপুটি স্পিকার অ্যাডভোকেট ফজলে রাব্বী মিয়া
বলেন, ঐক্যবদ্ধ হয়ে বঙ্গবন্ধুর খুনিদের দেশে ফিরিয়ে এনে ফাঁসি কার্যকর
করতে।

সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) : মিজমিজি পশ্চিম পাড়া এলাকায় বঙ্গবন্ধু ও তার
পরিবারের শহীদদের রুহের মাগফিরাত কামনায় আলোচনা সভা, মিলাদ ও দোয়া মাহফিল
অনুষ্ঠিত হয়। আওয়ামীলীগ নেতা আবু বকর সিদ্দিক আবুলের সভাপতিত্বে প্রধান
অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সাধারণ
সম্পাদক মো. ইয়াসিন মিয়া।

কমলগঞ্জ (মৌলভীবাজার) : জাতীয় শোক দিবস উপলক্ষে উপজেলা যুবলীগের উদ্যোগে
আলোচনা সভা, দোয়া মাহফিল ও খাবার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। উপজেলা যুবলীগের
আহবায়কের ব্যক্তিগত কার্যালয়ের সামনে স্বাস্থ্যবিধি মেনে এ কর্মসূচি
অনুষ্ঠিত হয়।

লালমনিরহাট : জাতীয় শোক দিবস উপলক্ষে গণপূর্ত বিভাগ লালমনিরহাট জেলা
কার্যালয়ে দোয়া মাহফিল ও শতাধিক অসহায়, দুস্থ মানুষের মাঝে শুকনো খাবার
হিসেবে চাল, ডাল, তেল, আলু, পেঁয়াজ, লবণ বিতরণ করা হয়। এ সময় উপস্থিত
ছিলেন গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী মনিরুজ্জামান সরকার, উপ-বিভাগীয়
প্রকৌশলী হাসান মাহমুদ।

নওগাঁ : জাতীয় শোক দিবস উপলক্ষে নওগাঁয় খাদ্য বিতরণ করেছে বিজিবি। এ সময়
১৬ বিজিবির লেফটেন্যান্ট কর্নেল রেজাউল কবির এবং মেজর এটিএম আহসান
হাবিবসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

রাজবাড়ী: রাজবাড়ীতে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি স্বাধীনতার মহান স্থপতি
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৬তম শাহাদত বার্ষিকী পালন
করেছে রাজবাড়ী জেলা আওয়ামী লীগ।

দিবসটি পালন উপলক্ষে সকালে প্রথমে জাতীর জনক বঙ্গবন্ধু শেখমুজিবুর
রহমানের ভাস্কর্যে পুষ্পস্তবক অর্পণ করেন রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য
কাজী কেরামত আলী, জেলা প্রশাসক দিলসাদ বেগম।

পরে জেলা আওয়ামী লীগসহ অঙ্গসংগঠনের নেতা কর্মীরা জাতীর জনক বঙ্গবন্ধু
শেখমুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।

এর আগে সকাল সাড়ে ৮ টায় জেলা আওয়ামী লীগের উদ্যোগে দলীয় কার্যালয়ে আলোচনা
সভা, দোয়া ও পুষ্পস্তবক অর্পণ করেন।

গোয়ালন্দ: রাজবাড়ী গোয়ালন্দ উপজেলায় হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জনক
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদৎ বার্ষিক ও জাতীয় শোক দিবস
উপলক্ষে রাজবাড়ীর গোয়ালন্দে উপজেলা প্রশাসন ও উপজেলা আওয়ামী লীগের
উদ্যোগে দিনব্যাপী নানা কর্মসূচী মাধ্যমে দিনটি পালন করেছে।

প্রথমেই সকাল সাড়ে ৯টায় গোয়ালন্দ উপজেলা প্রশাসন আয়োজিত বিভিন্ন
কর্মসূচির মধ্যে গোয়ালন্দ উপজেলা কার্যালয়ের সামনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর
রহমান এর ভাস্কর্যে পুস্পস্তবক অর্পণ করা হয়। এরপর কোরআনখানি, বৃক্ষরোপণ,
মিলাদ মাহফিল, আলোচনা সভার আয়োজন করা হয়েছে।

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ): নারায়ণগঞ্জের রূপগঞ্জ সাবরেজিস্ট্রি অফিসের দলিল
লিখক ও তল্লাশিকারক সমিতির আয়োজনে জাতীয় শোক দিবস পালন করা হয়েছে।

রবিবার দুপুরে উপজেলার রূপগঞ্জ সাবরেজিস্টার কার্যালয় চত্বরে এ শোকসভা অনুষ্ঠিত হয়।

এতে সমিতির আহবায়ক মুশফিকুর রহমান রিপনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে
উপস্থিত ছিলেন রূপগঞ্জ সাবরেজিস্টার পশ্চিম এসএম শফিউল বারী।

সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ):

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ১৫ই আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর
রহমানের ৪৬তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে জাতীয় শোক দিবস পালিত হয়েছে।

রোববার (১৫ আগস্ট) দুপুরে সিদ্ধিরগঞ্জের নাসিক ২ নং ওয়ার্ডের মিজমিজি
পশ্চিম পাড়া এলাকায় বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের শহীদের রুহের মাগফিরাত
কামনায় আলোচনা সভা, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

জাতীয় শোক দিবস উপলক্ষে সকাল থেকেই সিদ্ধিরগঞ্জের বেশ কয়েকটি ওয়ার্ড
পরিদর্শন করেন সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান
পিপিএম, পরিদর্শক (তদন্ত) মো. সাইফুল ইসলাম ও পরিদর্শক (অপারেশন) আবু
বক্কর সিদ্দিক।
সারাদেশের ন্যায় ঠাকুরগাঁওয়ের হরিপুরে যথাযথ মর্যদায় জাতীয় শোক দিবস
পালিত হয়েছে । দিবসের কর্মসূচি অনুয়াযী সূয্য উদয়ের সাথে সাথে সকল সরকারি
,বেসরকারি প্রতিষ্ঠান,ভবন,দোকান পাট,শিক্ষা প্রতিষ্ঠানে জাতীয় পতাকা অর্ধ
নিমিত ভাবে উওোলন করে দিবসের কর্মসূচি শুরু হয়।

হরিপুর উপজেলা প্রশাসনের আয়োজনে সকাল ১০টায় উপজেলা পরিষদ চত্বরে জাতির
পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করা
হয়। সকাল ১১টায় উপজেলা নিবার্হী অফিসার আব্দুল করিম এর সভাপতিত্বে উপজেলা
সভাকক্ষে এক আলোচনা সভা ও দোয়া মাফিল অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন,
উপজেলা পরিষদ চেয়ারম্যান ও দৈনিক হরিপুর এর প্রকাশক অধ্যক্ষ জিয়াউল হাসান
মুকুল,সহকারি কমিশনার (ভূমি) রাকিবুজ্জামান, হরিপুর থানার অফিসার ইনর্চাজ
আওরঙ্গজেব, উপজেলা আ”লীগ ভারপ্রাপ্ত সভাপতি বীরমুক্তিযুদ্ধা নগেন কুমার
পাল ,উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল কাইযুম পুষ্প ও মোতাহারা পারভিন
সুমি, অধ্যক্ষ সৈয়দুর রহমান,দূনীর্তি প্রতিরোধ কমিটির সম্পাদক নগেন্দ্র
রাম দাস, সাবেক উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সবিনা ইয়াসমিন রিপা, হরিপুর
প্রেসক্লাবের সভাপতি শফিকুল আজম চৌধুরী সুজা , উপজেলা আ’লীগের
যুগ্নসাধারন সম্পাদক মনোয়ারুল ইসলাম রিপন, উপজেলা যুবলীগের সাধারন
সম্পাদক আমজাদ আলীসহ উপজেলার বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের
কর্মকর্তাগণ । আলোচনা সভাশেষে দিবসের বিভিন্ন কর্মসূচিতে অংশ গ্রহন কারি
স্কুল-কলেজের ছাত্র ছাত্রীদের মাঝে পুরস্কার বিতরন, বৃক্ষ রোপন ও যুব ঋন
বিতরন করা হ

ব্যাক্তিমালিকানাধীন শিক্ষা প্রতিষ্ঠান পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক ও
আওয়ামীলীগ নেতা মোঃ আবু বকর সিদ্দিক আবুলের সভাপতিত্বে প্রধান অতিথি
হিসেবে উপস্থিত ছিলেন সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ
ইয়াসিন মিয়া।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

এ জাতীয় আরো খবর..