শোকাবহ আগষ্ট পালনের লক্ষে মুন্সীগঞ্জে সুবিধাবঞ্চিত মানুষের মাঝে জেলা ছাত্রলীগের মাসব্যাপী খাদ্য বিতরণ কর্মসূচি ১১ দিনেও কার্যক্রম অব্যাহত রেখেছে।
সাকিব আহম্মেদ বাপ্পি
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে পুরো আগষ্ট মাসজুড়ে বাংলাদেশ ছাত্রলীগ স্বাস্থ্যবিধি মেনে নানা কর্মসূচির ঘোষণা করেছে।
এই কর্মসূচির আওতায় সারা দেশে লকডাউনে ক্ষতিগ্রস্ত ও অসহায় মানুষের মাঝে খাবার বিতরন কার্যক্রম শুরু করেছে সংগঠনটির নেতা-কর্মীরা।
বুধবার (১১ আগষ্ট) জেলা সদরের সুপার মার্কেট চত্বরে প্রায় ২ শত অসহায় দরিদ্র মানুষের মাঝে এই খাবার বিতরন করা হয় ।
খাবার বিতরণ কার্যক্রমে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাকির হোসেন সাবেক কাউন্সিলর মুন্সীগঞ্জ পৌরসভা, যুবলীগ নেতা সাঈদ হাসান টুটুল জেলা ছাত্রলীগের মানব সম্পদ উন্নয়ন বিষয়ক সম্পাদক শিপু হালদার, শাকিল আহামেদ গজারিয়া উপজেলা ছাত্রলীগ।
বিতরন কার্যক্রমের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন, জেলা ছাত্রলীগের ছাত্রবৃত্তি বিষয়ক সম্পাদক হাসিব মোঃ রাফিউ, শহর ছাত্রলীগের ছাত্রবৃত্তি বিষয়ক সম্পাদক আকাশ শ্রাবণ হাওলাদার, সদর উপজেলা ছাত্রলীগ নেতা মেহেদী হাসান সোহান, ও শহর ছাত্রলীগ নেতা তাওহীদুল ইসলাম সিয়াম।
এবিষয়ে শহর ছাত্রলীগের ছাত্রবৃত্তি বিষয়ক সম্পাদক আকাশ শ্রাবণ হাওলাদার জানান, মুন্সীগঞ্জ ৩ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ আওয়ামী লীগের মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মৃণাল কান্তি দাস এম.পি ও বংলাদেশ ছাত্রলীগের আইন বিষয়ক উপ-সম্পাদক আপন দাসের ও কেন্দ্রের নির্দেশনা অনুযায়ী আমরা অসহায় মানুষের মাঝে খাবার বিতরনের এই কর্মসূচি চালিয়ে যাচ্ছি। আমরা মুন্সীগঞ্জের ছাত্রলীগ কর্মীরা আর্তমানবতার সেবায় সর্বদা ছিলাম, আছি, থাকবো। জাতির পিতার স্বরণে ও মানবসেবায় আমাদের এই ক্ষুদ্র প্রয়াস পুরো আগষ্ট মাস জুড়েই অব্যাহত থাকবে।
এসময় তারা দুস্থ মানুষের মাঝে খাবার বিতরন করে স্বস্তি প্রকাশ করেন, এবং কেন্দ্রীয় নির্দেশনা মোতাবেক মাসব্যাপী খাবার বিতরন করে যাবেন বলেও আশা ব্যাক্ত করেন
Like this:
Like Loading...
Related
এ জাতীয় আরো খবর..