শেরপুরে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) জনাব নাসরিন আক্তার ফুলেল শুভেচ্ছায় সিক্ত হয়ে যোগদান
মো: কামরুজ্জামান মোল্লা ,জেলা প্রতিনিধি ,শেরপুর
ফুলেল শুভেচ্ছায় সিক্ত হয়ে শেরপুর জেলা পুলিশের
অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) হিসেবে নাসরিন আক্তার যোগদান করেছেন।
বুধবার (০৮ অক্টোবর) সকাল ১০ ঘটিকায় পুলিশ সুপারের কার্যালয়, শেরপুরে জেলা পুলিশের এই নবীন কর্মকর্তা যোগদান উপলক্ষে পুলিশ সুপার মহোদয়ের অফিস কক্ষে উপস্থিত হলে জেলা পুলিশের পক্ষ থেকে ফুল দিয়ে উষ্ণ অভ্যর্থনা জানান শেরপুর জেলার সম্মানিত পুলিশ সুপার মোঃ আমিনুল ইসলাম।
এ সময় জেলা পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, জেলা পুলিশের এই নবীন চৌকস কর্মকর্তা ৩৫ তম বিসিএসের মাধ্যমে সহকারী পুলিশ সুপার হিসেবে ২০১৭ সালে বাংলাদেশ পুলিশ বাহিনীতে যোগদান করেন। সর্বশেষ তিনি বাংলাদেশ পুলিশ হেডকোয়ার্টার্স -এ কর্মরত ছিলেন।