শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদের আয়োজনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উদযাপন
স্টাফ রিপোর্টার : ২৮ সেপ্টেম্বর বাংলাদেশের উন্নয়নের কারিগর ও বলিষ্ঠ নেতৃত্বের অধিকারী এবং অসহায়, গরিব-দুঃখী মানুষের আশ্রয়স্থল সফল রাষ্ট্রনায়ক প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন ৭৬ তম জন্ম বার্ষিকী উপলক্ষে সাতক্ষীরায় শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদের আলোচনা সভা, কেক কাটা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদ সাতক্ষীরা পৌর শাখার উদ্যোগে ২৮ সেপ্টেম্বর বুধবার সন্ধা ৭টায় শহরের খুলনারোড মোড়ে সংগঠনের কার্যালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উদযাপন করা হয়। শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদ সাতক্ষীরা পৌর কমিটির সভাপতি ও এমআর পরিবহনের চেয়ারম্যান নুরুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলার সভাপতি রাশেদুজ্জামান রাশি।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জাতীয় শ্রমিকলীগ সাতক্ষীরা জেলার সিনিয়র সহ-সভাপতি বিকাশ চন্দ্র দাশ। এসময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদ জেলার সহ-সভাপতি আব্দুল আলিম সরদার, সদর উপজেলার সাধারণ সম্পাদক ইলিয়াস হোসেন রুবেল, আওয়ামী লীগ নেতা শেখ জাহাঙ্গীর হাসান খোকন, মধুবাগ আবাসিক উন্নয়ন কমিটির সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আনছারুজ্জামান, সহ-সাধারণ সম্পাদক সাতক্ষীরা জেলা প্রশাসক কার্যালয়ের পেশকার আব্দুল জলিল, পৌর মানবাধিকার কমিশনের সভাপতি আব্দুস সোবহান, ৯নং ওয়ার্ড সভাপতি গোলাম মোস্তফা, সাধারণ সম্পাদক মঞ্জুরুল আলম, সহ যুগ্ম-সম্পাদক সোহেল, সাংগঠনিক সম্পাদক তৈবুর, ওয়ার্ড ছাত্রলীগের আহবায়ক মেহেদী হাসান প্রমুখ। আলোচনা সভা শেষে দোয়া পরিচালনা করেন সদর হাসপাতাল জামে মসজিদের ইমাম হাফেজ মোঃ ওমর আলী।