শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ০৭:৫৫ পূর্বাহ্ন

শুক্রবার (২ জুলাই) নারায়ণগঞ্জ সাত দিনের কঠোর লকডাউন অবস্থানে বন্দর উপজেলা প্রশাসন

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ২ জুলাই, ২০২১
  • ১৪৫ বার পঠিত

 

বিশেষ প্রতিনিধি সারোয়ার মৃধা ঃঃ শুক্রবার (২ জুলাই) ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক মদনপুর বাসস্ট্যান্ডে, বন্দর বাজার বউ-বাজার ও ইস্পাহানী বাজারে সকাল থেকে লকডাউন কার্যকরে অভিযান পরিচালনা করতে দেখা গেছে।
এদিকে বিকাল ৫টা পর্যন্ত বিভিন্ন এলাকায় মোবাইল কোট পরিচালনা করে ২১ হাজার ২০০ টাকা জরিমানা করা হয়েছে বলে জানান প্রশাসন। এছাড়াও এ সময় ৫ জনকে মামলা দেন বন্দর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) আসমা সুলতানা নাসরীন ও সেনাবাহিনীর মোবাইল টিম।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আসমা সুলতানা নাসরিন বলেন, করোনার দ্বিতীয় ঢেউ শুরু হওয়ার পর থেকে এর প্রকোপ বাড়তে থাকে। এরপর থেকে আমরা কোভিড-১৯ এর সংক্রমণ প্রতিরোধে সরকার কর্তৃক আরোপিত বিধিনিষেধ মেনে চলার জন্য জনসাধারণকে সচেতন করতে নানা পদক্ষেপ নিয়েছি।
তিনি আরও বলেন, সরকার কর্তৃক আরোপিত বিধিনিষেধ এর মধ্যে খোলা থাকবে মুদি দোকান, কাঁচা বাজার, ওষুধের দোকান। এছাড়া জরুরী প্রযোজন ছারা মহাসড়ক গুলোতে অ্যাম্বুলেন্স, পণ্যবাহী গাড়ি ও জরুরি সেবার গাড়ি ছাড়া অন্য কোন গাড়ি চলতে দেওয়া হবে না।
জরুরি প্রয়োজন ছাড়া কেউ বাড়ি থেকে বের হবেন না এবং মাক্স পড়বেন সরকারি বিধিনিষেধ মেনে চলবেন বলেও এসময় তিনি জানান

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

এ জাতীয় আরো খবর..